লাইফস্টাইল

ম্যাঙ্গো ডিলাইট: আমের ঘ্রাণে ভরপুর এক মিষ্টি আয়োজন

গ্রীষ্ম এলেই চারদিকে ছড়িয়ে পড়ে পাকা আমের মাদকতা। এই মৌসুমি ফল দিয়ে রান্নাঘরে তৈরি হয় বাহারি স্বাদের পদ। চাইলে সহজ উপায়ে আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন একেবারে বিদেশি ঢঙের ‘ম্যাঙ্গো ডিলাইট’। রইলো রেসিপি-

Advertisement

যা লাগবে:

বিস্কুট গুঁড়া – ১ কাপগলানো মাখন – ২ টেবিল চামচআইসিং সুগার – ১ চা চামচপাকা আমের মণ্ড – ১ কাপমালাই – ১ কাপবাদাম কুচি ও পুদিনা পাতা সাজানোর জন্য

আরও পড়ুন:বর্ষার সকালে মিষ্টি আলু ও ডিমে জমুক নাস্তাঅতিথি আপ্যায়নে রাখুন সর্ষে ডিম যেভাবে বানাবেন:

প্রথমে বিস্কুট গুঁড়া, গলানো মাখন আর আইসিং সুগার একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর একটি সার্ভিং গ্লাস বা কাপে এই মিশ্রণটি চেপে চেপে বিছিয়ে দিন। ফ্রিজে রেখে দিন ২০ মিনিট।

২০ মিনিট পর বের করে উপরে দিন আমের মণ্ড ও মালাইয়ের স্তর। আবার ফ্রিজে রেখে দিন আরও ২০ মিনিটের জন্য। শেষে ফ্রিজ থেকে বের করে ওপরে বাদাম কুচি ও পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ডিলাইট।

Advertisement

এই গ্রীষ্মে ঘরে বসেই উপভোগ করুন আমের ঘ্রাণে ভরপুর এক চমৎকার মিষ্টি মুহূর্ত।

জেএস/জেআইএম