তথ্যপ্রযুক্তি

পাওয়ার ব্যাংক ব্যবহারে যেসব ভুল করলেই বিপদ

সারাক্ষণ মোবাইল ফোন, স্মার্টওয়াচ ব্যবহার করলেও চার্জ দিতে ভুলে যান অনেকেই। সকালে অফিসে যাওয়ার সময় খেয়াল করলেন ফোনে একেবারেই চার্জ নেই। সঙ্গে চার্জারও আনেননি। এমন পরিস্থিতিতে ভরসা পাওয়ার ব্যাংক।

Advertisement

তবে পাওয়ার ব্যাংক ব্যবহারের ভুলে এটি আপনার বিপদের কারণ হতে পারে। ছোট দেখতে ডিভাইসটি কখনো কখনো বিপজ্জনক এমনকি মারাত্মকও হতে পারে। যদি এটি সঠিকভাবে ব্যবহার না করা হয় বা ভুল পাওয়ার ব্যাংক কেনা হয়, তবে এটি বিস্ফোরণ বা আগুনের মতো দুর্ঘটনা ঘটাতে পারে। এখন পাওয়ার ব্যাংকের কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটছে।

পাওয়ার ব্যাংকগুলোতে লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি থাকে যা অতিরিক্ত গরম হলে বা তারের ত্রুটি থাকলে বিস্ফোরিত হতে পারে বা আগুন ধরে যেতে পারে। প্রায়শই স্থানীয় বা ব্র্যান্ডবিহীন পাওয়ার ব্যাংক বাজারে খুব সস্তা দামে পাওয়া যায় তবে এর মানের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। অতিরিক্ত চার্জিং, শর্ট সার্কিট বা গরম হওয়া রোধ করার জন্য এগুলোতে কোনো সার্কিট সুরক্ষা নেই, যা ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।

এছাড়াও যদি পাওয়ার ব্যাংকটি খুব দীর্ঘ সময় ধরে রোদে রাখা হয় বা আর্দ্র জায়গায় রাখা হয়, তবে এটি ব্যাটারির ভেতরে রাসায়নিক বিক্রিয়া বাড়িয়ে দিতে পারে, যা বিস্ফোরণের সম্ভাবনা বাড়িয়ে দেয়। অনেক সময় মানুষ একই চার্জিং কেবলের অপব্যবহার করে এবং পাওয়ার ব্যাংক এবং ফোন উভয়কেই একসঙ্গে চার্জ করতে শুরু করে, যা কেবল ফোনের ক্ষতি করে না বরং পাওয়ার ব্যাংকের ক্ষমতাও নষ্ট করতে পারে।

Advertisement

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও পানি ছাড়াও যেসব কারণে স্মার্টফোন নষ্ট হতে পারে

সূত্র: দ্য গার্ডিয়ান

কেএসকে/এমএস

Advertisement