তথ্যপ্রযুক্তি

নতুন রূপে আসছে হুন্ডাই ভেন্যু

ভারতের জনপ্রিয় সাব-৪ মিটার এসইউভি হুন্ডাই ভেন্যু একেবারে নতুন রূপে হাজির হতে চলেছে। লঞ্চের পর নতুন ভেন্যু সরাসরি লড়বে মারুতি সুজুকি ব্রেজা, টাটা নেক্সন, কিয়া সোনেট এবং মাহিন্দ্রা এক্সইউভি ৩এক্সও-এর মতো জনপ্রিয় মডেলের সঙ্গে।

Advertisement

কোম্পানির ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে এই নতুন জেনারেশন মডেল।

অটোকার ইন্ডিয়ার খবর অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গাড়ি ব্র্যান্ডটি অক্টোবরেই বাজারে নিয়ে আসছে নতুন প্রজন্মের হুন্ডাই ভেন্যু। কোম্পানি আপাতত একে কিউই২আই কোডনামে ডাকছে। এই মডেলে বাইরের ও ভেতরের ডিজাইনে থাকবে বড় ধরনের পরিবর্তন। হুন্ডাই ভেন্যুর সাব-কমপ্যাক্ট এসইউভির প্রথম সংস্করণটি প্রথম লঞ্চ হয়েছিল ২০১৯ সালের মে মাসে।

নতুন মডেলে আসছে একেবারে নতুন ফ্রন্ট গ্রিল, হেডলাইট ডিজাইন এবং স্পোর্টি বাম্পার। শুধু বাইরের নয়, ভেতরের দিকেও থাকছে আধুনিক ও প্রিমিয়াম ইন্টেরিয়র ডিজাইন।

Advertisement

এই ভেন্যুতে থাকছে বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ভেন্টিলেটেড সিট, প্যানোরামিক সানরুফ, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম প্রযুক্তি।

কোম্পানি নিশ্চিতভাবে কিছু না জানালেও আশা করা হচ্ছে যে, এতে থাকবে ১.২ লিটার পেট্রোল, ১.০ লিটার টার্বো পেট্রোল ও ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। সঙ্গে থাকবে ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প।

গাড়িটির দাম এখনও ঘোষণা হয়নি। তবে বিশেষজ্ঞদের ধারণা – ফিচার ও প্রযুক্তির উন্নতির কারণে এর দাম বর্তমান মডেলের তুলনায় কিছুটা বেশি হতে পারে।

সূত্র: এক্সপ্রেস ড্রাইভস্

Advertisement

এএমপি/এএসএম