গালে হালকা গোলাপি আভা আনতে নানা প্রসাধনী ব্যবহার করেন। তাতে সাময়িক ফল পাওয়া গেলেও দীর্ঘমেয়াদী কোনো উপকারিতা পাওয়া যায় না। ত্বককে ভেতর থেকে উজ্জ্বলতা দিতে এবং ত্বকে গোলাপি আভা দিতে খেতে পারেন ‘পিঙ্ক ড্রিঙ্ক’।
Advertisement
এই পানীয়টি গোলাপি হয় বলে, তাকে গোলাপি পানীয় বলা হয়। ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করতে পারেন এটি। দেখে নিন কীভাবে বানাবেন-
প্রথমে ১টি বিটরুট ও ১টি শসা ধুয়ে ছোট করে কেটে নিন। ১টি পাতিলেবু ও মুসাম্বি লেবু ধুয়ে ছোট টুকরো করে কেটে নিন। একমুঠ পুদিনা পাতা নিতে হবে। প্রতিটি উপকরণেই রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন। সব উপকরণ এক লিটার পানিতে তিন ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানীয়টি ভালো করে নেড়ে নিন। দেখবেন পানীয়টি এরই মধ্যে হালকা গোলাপি রং ধারণ করেছে। দিনে দুই বার এই পানীয় পান করুন।
আর পড়ুন শরতে ব্লাশ ছাড়াই গালে পাবেন গোলাপি আভা ত্বকের নানা সমস্যা দূর করে নিমপাতাযে উপকার পাবেননিয়মিত পানীয়টি খেলে এটি আপনার শরীরকে ডিটক্স করতে সাহায্য করবে। ত্বকের টান টান ভাব আসবে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। ত্বকের কোষে কোলাজেন তৈরি হবে, মেলানিন রঞ্জকের ভারসাম্য বজায় থাকবে। শুধু তা-ই নয়, ত্বকের মৃতকোষ দূর করে, নতুন কোষের পুনর্গঠনেও সাহায্য করে পানীয়টি। এছাড়া ত্বকে গোলাপি আভা এনে আপনাকে সতেজ করতে সাহায্য করবে।
Advertisement
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এসএকেওয়াই/কেএসকে/এএসএম