সোশ্যাল মিডিয়া ফেসবুকে ২০২৪ সালের ডামি নির্বাচনের মনোনয়ন বাণিজ্যের এক পিলে চমকানো কাহিনি বর্ণনা করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। ০৩ সেপ্টেম্বর বিকেল ৪টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কাহিনি বর্ণনা করেন। লেখাটি জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো:
Advertisement
‘২০২৪ সালের আমি-ডামি নির্বাচনের মনোনয়ন বাণিজ্যের এক পিলে চমকানো কাহিনি শুনলাম আজ! এক ডামি এমপির হালহকিকত জানতে চাইলাম! ফোনের অপরপ্রান্ত জানালো, এতদিন দেশেই ছিল। সপ্তাহখানেক আগে সীমান্ত পাড়ি দিয়ে ভারত গেছে।
আরও পড়ুন আমি শিক্ষার্থীদের ভোটে জিততে চাই: তন্বি যে দুটি বই পড়ছেন ফরহাদ মজহারআমি বললাম, সে পালালো কেন! সে তো তেমন দুর্নীতি করেনি! আমার সঙ্গে কথা বলা লোকটি বললো, অনেক দুর্নীতি করেছে। এ বছর ৬০ কোটি টাকা ঘুস দিয়ে নমিনেশন কিনেছে। আমি বললাম, এত টাকা তো ওর পক্ষে দুর্নীতি করে কামাই করা সম্ভব নয়!
উত্তরে লোকটি জানালো, মনোনয়ন বাণিজ্যের যে চক্রটি ৬০ কোটি টাকা ঘুস নিয়েছে। তারাই সেই এমপির নামে ১২০ কোটি টাকার একটি ব্যাংক ঋণ ম্যানেজ করে দিয়েছিল। ঘুসখোররা নিয়েছে ৬০ কোটি, ব্যাংকের দুর্নীতিবাজরা নিয়েছে ১০-১৫ কোটি আর বাকিটা নিয়েছে সেই ডামি এমপি! কাজেই পালানো ছাড়া তার কোনো উপায় ছিল না!’
Advertisement
এসইউ/এএসএম