একুশে বইমেলা

যুবসমাজকে বইমুখী করতে প্যাপিরাস পাঠাগারের যাত্রা শুরু

যুবসমাজকে বইমুখী করতে ‘প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই’—স্লোগানে যাত্রা শুরু করেছে প্যাপিরাস পাঠাগার। ১০ অক্টোবর বিকেল ৪টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের চাঁদ টাওয়ারের নিচতলায় ফিতা কেটে উদ্বোধনের মধ্য দিয়ে পাঠাগারটি উন্মুক্ত করা হয়।

Advertisement

উদ্বোধন শেষে পাঠাগার সংরক্ষণের জন্য উপদেষ্টা পরিষদসহ ৮ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে কবি রফিকুজ্জামান রণিকে সভাপতি, আইরিন সুলতানা লিমাকে সাধারণ সম্পাদক এবং সাবেক ফুটবলার মিজানুর রহমান স্বপনকে প্রধান পরিচালক করা হয়।

কমিটির অন্যরা হলেন—উপ-সভাপতি ফেরারী প্রিন্স, সদস্য নাজমুল ইসলাম সজিব। উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, মোহাম্মদ শাহ আলম ও দিলীপ কুমার ঘোষ।

সভাপতি রফিকুজ্জামান রণি বলেন, ‘প্যাপিরাস হচ্ছে বইয়ের আদি নিদর্শন বা বইয়ের প্রাথমিক রূপ। বইয়ের প্রাচীন নিদর্শনের প্রতি সম্মান রেখে পাঠাগারের নামকরণ করা হয়েছে প্যাপিরাস।’

Advertisement

আরও পড়ুন‘আড়ালে আবৃত’ বইয়ের পাঠ পর্যালোচনা সভাঅহ নওরোজের ‘সান্ধ্যসনেটসমূহ’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন

সাধারণ সম্পাদক আইরিন সুলতানা লিমা বলেন, ‘ঐতিহাসিক নিদর্শনকে স্মরণ রেখে আমাদের পাঠাগারের নাম রাখা হয়েছে প্যাপিরাস। এখানে বই, পত্রিকা এবং ম্যাগাজিন পড়ে একজনও যদি আলোকিত হন, তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’

উপস্থিত ছিলেন কবি জামসেদ ওয়াজেদ, আবিদ আজম, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক পিএম বিল্লাল, চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা, পরিচালক ফেরারী প্রিন্স, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম, আকবর হোসেন লিটন, শিক্ষালোর প্রতিষ্ঠাতা লিটন পাটওয়ারী, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শৈবাল মজুমদার, প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ফারাবি রহমান জুয়েল এবং বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লাভলী জামান ও জাহাঙ্গীর কবির কাঞ্চন।

Advertisement

এসইউ/এএসএম