খন্দকার বদিউজ্জামান বুলবুল
Advertisement
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার অদূরে বিস্তৃত এলাকাজুড়ে অবস্থিত প্রকৃতির অপার দান দৃষ্টিনন্দন জলাশয় চারান বিল। বর্ষায় অথৈ পানি আর শুকনো মৌসুমে দিগন্তজুড়ে থাকে ধানের ক্ষেত। এটিই চিরচেনা চারান বিলের সৌন্দর্য। এই হেমন্তে চারান বিলের সৌন্দর্য মুগ্ধ করবে সবাইকে।
কর্ম ব্যস্ততার মাঝে একটু প্রশান্তি পেতে প্রতিদিন শত শত দর্শনার্থী ও ভ্রমণপিপাসুর পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারান বিল। প্রশিক্ষণসূত্রে বেশ কিছুদিন ধরে কালিহাতী উপজেলায় অবস্থান করছি। শহরের একঘেয়েমি জীবনে এক প্রহর আনন্দ পাওয়ার লোভে বন্ধুরা মিলে ঘুরে এলাম চারান বিল।
শুক্রবার ছুটির দিন জুমার নামাজ আদায় করে প্রখর রোদকে উপেক্ষা করে আমরা ছুটলাম গন্তব্যের দিকে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম চারান বিলের ধারে। লোকমুখে যেমনটি শুনেছিলাম, তারচেয়েও বেশি সুন্দর বিলটি। বিলের পাশ দিয়ে এগিয়ে গেছে কাঁচা রাস্তা। রয়েছে পিচঢালা মসৃণ রাস্তা।
Advertisement
আরও পড়ুনপ্রকৃতির ক্যানভাসে আঁকা মধুপুর মোহনীয় জাদুতে ঘেরা ক্যামেলিয়া লেক
গোধূলি বেলায় পাখিদের উড়ে চলা আর সূর্যের লাল আভা প্রকৃতিপ্রেমিদের ব্যাকুল করে। বিলের পাশ দিয়ে এগিয়ে চলা কাঁচা রাস্তার একপাশে চামারা ধানের আবাদ হয়েছে। অপর পাশে রয়েছে অগাধ জলরাশি। নৌকায় বসে বিভিন্ন রং ও ঢঙের বড়শি দিয়ে মাছ শিকার করছে সৌখিন মাছ শিকারিরা।
বিলে রয়েছে নানান প্রজাতির মাছ। শাপলা, শালুক আর কচুরিপানার ফুলে শোভিত চারান বিল। বন্ধুরা মিলে নৌকা ভাড়া করে নিজেরাই বৈঠা দিয়ে নৌকা বাইতে লাগলাম। সাথে ছন্দময় গানের সুর ও উল্লাসে কেঁপে ওঠা আওয়াজে সময় এগিয়ে চললো।
বিলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি চললো হরদম সেলফি আর বিভিন্ন ভঙ্গিমায় ফটো। বিলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি দেখতে পেলাম শতবর্ষ পুরোনো মসজিদ, যা বিলের কোলঘেঁষে দাঁড়িয়ে আছে। পাশাপাশি অবস্থান করছে রাজবাড়ি।
Advertisement
মসজিদের মাঠ থেকে চারান বিলের দিকে তাকালে বিলকে ছবির মতো সুন্দর লাগে। অর্ধদিবস চারান বিলের অপার সৌন্দর্য উপভোগ করে সন্ধ্যার দিকে আমরা ফিরে এলাম এক বুক প্রশান্তি নিয়ে। চারান বিল ভ্রমণ জীবনে এক নতুন অভিজ্ঞতা হয়ে থাকবে।
লেখক: শিক্ষার্থী, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।
এসইউ/