দীপিকা পাড়ুকোন শুধু বলিউডের শীর্ষ অভিনেত্রী নন, তিনি এক অনন্য ফ্যাশন আইকনও। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশন জগতে তার উপস্থিতি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি গ্লোবাল লিডারশিপ সামিটে এক নতুন লুকে হাজির হয়ে আবারও নজর কাড়লেন তিনি।
Advertisement
এই অনুষ্ঠানে দীপিকা পরেছিলেন সব্যসাচীর শরৎ/শীতকালীন ২০২৫ কালেকশনের পোশাক, যা তার স্টাইল স্টেটমেন্টে যুক্ত করেছে রাজকীয়তার ছোঁয়া। শালিনা নাথানির স্টাইলিংয়ে তৈরি এই পোশাকটি ছিল ইতালীয় কাশ্মীরি এবং জাপানি মখমলের টেক্সচারের এক অনন্য মিশ্রণ।
তিনি পরেছিলেন মসৃণ কালো ক্রপড জ্যাকেট, সাটিন-সিল্কের টপ এবং হাই-ওয়েস্ট মখমল ট্রাউজার। পোশাকের প্রতিটি সেলাইয়ে ছিল সূক্ষ্ম কারুকাজ ও বিলাসিতার ছোঁয়া। জ্যাকেটের ফুলের মোটিফগুলো পোশাকে এনে দিয়েছে মার্জিত দীপ্তি।এছাড়া এর বর্ডারে সিকুইনের আস্তরণ যোগ করেছে দীপিকার অতিরিক্ত গ্ল্যামার।
দীপিকা এদিন বেছে নিয়েছিলেন মিনিমাল সাজ। কানে শুধু হীরার ছোট দুল -যা তার লুককে দিয়েছে অন্য এক রূপ। মেকআপে ছিল নিখুঁত বেস, হালকা ব্লাশ, নরম গোলাপি ঠোঁট এবং মাসকারা। সবশেষে চুলে নিচু করে খোঁপা বেঁধে তিনি তার পুরো লুককে করেছে পরিপূর্ণ।
Advertisement
আত্মবিশ্বাসী ভঙ্গি, মৃদু হাসি আর পরিপূর্ণ পোশাক নির্বাচন- সবকিছু মিলিয়ে এই লুককে আন্তর্জাতিক ফ্যাশন বিশেষজ্ঞরা বলেছেন এক অনন্য কালচারাল মোমেন্ট’ (সাংস্কৃতিক মুহূর্ত)। কারণ, এটি শুধু বিলাসিতার প্রকাশ নয় বরং ভারতীয় ঐতিহ্য ও নান্দনিকতার এক গর্বিত আন্তর্জাতিক উপস্থাপনও বটে।
কালো রঙের প্রাধান্য, নিখুঁত কাট আর সূক্ষ্ম হাতের কাজ মিলিয়ে দীপিকার এই উপস্থিতি যেন আধুনিকতার ভেতরেও ঐতিহ্যের মর্যাদা রক্ষা করার এক প্রতীক হয়ে উঠেছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও অন্যান্য
আরও পড়ুন:রঙহীন অথচ উজ্জ্বল, অনন্যার সাদা ফ্যাশন রিভাইভালসুগন্ধি নাকি গয়না কোনটা আগে, প্রিয়াঙ্কা চোপড়ার স্টাইল সিক্রেট
Advertisement
এসএকেওয়াই/এমএস