‘বাংলাদেশ আমাকে মিস করছে! আমিও মিস করছি।’ বলে মন্তব্য করেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর এবং হেড অব ইনপুট ময়ূখ রঞ্জন ঘোষ। ১০ নভেম্বর নিজের ভেরিফায়েড প্রোফাইলে এ বিষয়ে একটি স্টাটাস দেন তিনি।
Advertisement
ময়ূখ রঞ্জন ঘোষ লিখেছেন, ‘বাংলাদেশ আমাকে মিস করছে! আমিও মিস করছি। কেন জানি না মনে হচ্ছে খুব শিগগিরই লাগাতার অনুষ্ঠান করতে হবে বাংলাদেশ নিয়ে। টানা অনুষ্ঠান।’
এই উপস্থাপক আরও লিখেছেন, ‘গলার যত্ন নিচ্ছি। আগামীতে লাগাতার ভাষ্য দিতে হতে পারে। সিট বেল্ট বেঁধে নিই।’
আরও পড়ুনসালমান শাহ হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছেআবু ত্বহার ইস্যুটি উত্তম মীমাংসা হয়েছে: সাবেক স্ত্রী সারাহ
Advertisement
তার এ পোস্টে চার হাজারের বেশি মানুষ মন্তব্য করেছেন। তার মধ্যে সৌরভ চক্রবর্তী লিখেছেন, ‘ওই করেই আপনি ওই চ্যানেলের টিআরপি বাড়িয়েছেন। উভয় পারের আবেগ উস্কে। আর আমাদের সমাজের বৃহৎ অংশই আইকিউ আর ইকিউ খুব লো। তাই এই ধরনের সংবাদ খায় ও এনজয় করে।’
ময়ূখ রঞ্জন ঘোষ একজন ব্যতিক্রমী উপস্থাপক। বাংলাদেশ নিয়ে নিজস্ব স্টাইলে সংবাদ প্রকাশ করতে গিয়ে আলোচনায় এসেছেন। নজর কেড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের।
তার সংবাদ প্রকাশের ধরন ও লাফঝাপ দৃষ্টি গোচর হওয়ার মতোই। এ ছাড়া তার সংবাদ বয়ানের বদলে নিজস্ব মতামত দিয়ে যা বলেন; তাতে অনেকেই ক্ষুব্ধ হন আবার কেউ কেউ মজা পান।
এসইউ/এমএস
Advertisement