সাহিত্য

তাশফীয়া কাফীর কবিতা: ঝড়ের পূর্বাভাস

খোদা আমারে ঝড়ের পূর্বাভাস দিলোঝড় সামলানোর ক্ষমতা দিলো না,লোকেরে সাবধান কইরা আমিনিজে হইলাম সর্বহারা।

Advertisement

আমারে কইলো পথের শেষে আকাশ শেষআমি পুরা দুনিয়া ঘুইরা দেখলাম,আকাশের শেষে পথের শেষতবে শুরু খুঁইজা পাইলাম না।

লোকে কইলো মানুষের সেবা করোআমি ভুইলা গেলাম আমিও মানুষ,লোকে কইলো সবাইরে ভালোবাসো,আমি নিজেরে ভুইলা বাসলাম।

আমি নিজের ঘরে মরা মাটি রাখলামলোকে কইলো মরা জিনিস অপয়া,মরা জিনিসের দাম নাইআমি দেখলাম আমার কবরে জবা ফুটলো।

Advertisement

খোদা আমারে মানুষ বোঝার ক্ষমতা দিলোনিজেরে বোঝার ক্ষমতা দিলো না,আমি পড়লাম অভিশপ্ত উপহারের দ্বিধায়।

এসইউ/এমএস