অনেক সময় দেখেছেন বা শুনেছেন যে মেটা কারো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ সরিয়ে দিয়েছে। কিন্তু কেন এমনটা করে জানেন? ফেসবুক বা মেটা প্ল্যাটফর্মে ব্যবহারকারীর আইডি বা পেজ হঠাৎ করে বন্ধ বা সরিয়ে দেওয়া হলে তা অনেকের জন্য বিরক্তিকর ও বিভ্রান্তিকর হতে পারে। এর পেছনে মূলত কিছু নির্দিষ্ট কারণ থাকে, যা ফেসবুকের নীতিমালা ও নিরাপত্তা ব্যবস্থা অনুযায়ী।
Advertisement
আসুন জেনে নেওয়া যাক কী কী কারণে মেটা আপনার ফেসবুক আইডি-পেজ সরিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে-
১. নিয়মাবলীর লঙ্ঘনফেসবুকের ব্যবহারকারীর নীতিমালা স্পষ্টভাবে বলে দেয় কোন ধরনের কনটেন্ট অনুমোদিত এবং কোনটি নয়। যদি কোনো আইডি বা পেজ নিয়মাবলীর লঙ্ঘন করে, যেমন ঘৃণাসূচক পোস্ট, সহিংসতা উসকানি, যৌন বা অশ্লীল কনটেন্ট, ফেসবুক তা সরিয়ে দিতে পারে। এখানে লক্ষ্য থাকে সমাজে নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ বজায় রাখা।
২. নকল বা ভুয়া পরিচয়যদি কেউ অন্য কারো পরিচয় নিয়ে আইডি তৈরি করে বা পেজ চালায়, তাহলে ফেসবুক সেটিকে ভুয়া বা নকল হিসেবে চিহ্নিত করে সরিয়ে দেয়। এটি পরিচয় চুরি বা প্রতারণা রোধ করার জন্য করা হয়।
Advertisement
৩. স্প্যাম বা অসংলগ্ন ব্যবহারবহুবার একই ধরনের পোস্ট, বিজ্ঞাপন, লিঙ্ক বা মন্তব্য করা যদি স্প্যাম বা স্বয়ংক্রিয় আচারের মতো মনে হয়, তাহলে ফেসবুক সেই আইডি বা পেজ স্থায়ীভাবে বন্ধ করতে পারে। স্প্যাম শুধু ব্যবহারকারীদের বিরক্ত করেই না, ফেসবুকের প্ল্যাটফর্মের কার্যকারিতার উপরও প্রভাব ফেলে।
৪. হ্যাকিং বা নিরাপত্তা ঝুঁকিযদি কোনো আইডি বা পেজ হ্যাক হওয়ার আশঙ্কা থাকে বা সিকিউরিটি ঝুঁকির মধ্যে থাকে, ফেসবুক সেটিকে নিরাপত্তার জন্য অস্থায়ী বা স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে। এই ব্যবস্থা ব্যবহারকারীর তথ্য, বন্ধু ও ফলোয়ারদের সুরক্ষার জন্য নেওয়া হয়।
৫. কপিরাইট লঙ্ঘনযদি কোনো আইডি বা পেজ অন্যান্য ব্যক্তির কপিরাইট করা ছবি, ভিডিও, গান বা লেখা ব্যবহার করে থাকে এবং অভিযোগ আসে, ফেসবুক সেটিকে সরিয়ে দিতে পারে। কপিরাইট লঙ্ঘন সম্পর্কে ফেসবুকের কঠোর নীতি রয়েছে, যা সৃষ্টিকর্তাদের অধিকার রক্ষা করে।
৬. হিংসাত্মক বা প্ররোচনামূলক কর্মকাণ্ডযদি কোনো পেজ বা আইডি দ্বন্দ্ব, হিংসা বা অবৈধ কর্মকাণ্ডে উসকানি দেয়, ফেসবুক তা নিষিদ্ধ বা সরিয়ে দেয়। বিশেষ করে রাজনৈতিক বা সামাজিক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করলে মেটা দ্রুত ব্যবস্থা নেয়।
Advertisement
৭. বয়স বা অন্যান্য আইনি সীমাবদ্ধতাফেসবুকের নিয়ম অনুযায়ী ব্যবহারকারীর বয়স ১৩ বছরের কম হলে আইডি তৈরি করা যায় না। এছাড়া দেশের আইন বা সরকারি নির্দেশ অনুযায়ী ফেসবুক কিছু আইডি বা পেজ সীমিত বা সরিয়ে দিতে পারে।
আরও পড়ুনফেসবুকের রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার কারণমেটাকে সরকারের চিঠি, উসকানিমূলক কনটেন্ট সরানোর অনুরোধ
সূত্র: ফেসবুক
কেএসকে