বিয়ের পার্টি মানেই সুন্দর করে সাজা। কিন্তু অনেকেই হঠাৎ দেখতে পান, ডবল চিন বা নিচের অংশে অতিরিক্ত ত্বক চোখে পড়ছে, যা ফটোতে আরও বেশি নজরে আসে। শীত বা হালকা মোটা স্কিনের কারণে এটি আরও চোখে পড়ে। তবে সঠিক মেকআপ ট্রিকস ব্যবহার করলে এই সমস্যা অনেকটা কমানো সম্ভব।
Advertisement
আসুন জেনে নেওয়া যাক কীভাবে মেকআপ করলে ডবল চিন কম দেখাবে-
১. স্কিন প্রেপ এবং ফাউন্ডেশনপ্রথমে মুখ পরিষ্কার করে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ম্যাট বা সেমি-ম্যাট ফাউন্ডেশন লাগান, কারণ খুব ডিউই ফিনিশ হলে আলো পড়লে ডবল চিন বেশি চোখে পড়তে পারে। ফাউন্ডেশন ব্লেন্ড করার সময় চোয়ালের নিচের অংশেও ভালো করে লাগাতে হবে, যেন কোনো লাইন দেখা না যায়।
২. কন্টুরিংডবল চিন কমানোর জন্য ডার্ক শেডের কন্টুর বা ব্রোঞ্জার ব্যবহার করুন। চোয়ালের নিচে, কানের পাশ থেকে থুতনির মাঝামাঝি পর্যন্ত হালকা হাতে কন্টুর লাগান। খুব গাঢ় বা মোটা লাইন না টেনে ভালোভাবে ব্লেন্ড করলে মুখের শেপ শার্প দেখাবে।
Advertisement
৩. হাইলাইটার ও ব্লাশথুতনির নিচে হাইলাইটার ব্যবহার করা এড়িয়ে চলুন। গালের ওপরের অংশ, নাক ও কপালে হালকা হাইলাইট দিন। ব্লাশ গালের উপরের অংশে, কানের দিকে উপরের দিকে টেনে লাগান। হালকা রঙ ব্যবহার করুন, যাতে অতিরিক্ত ভলিউম না আসে।
৪. চোখের মেকআপে জোর দিনড্রামাটিক আই মেকআপ যেমন স্মোকি আই, আইলাইনার ও মাস্কারা ব্যবহার করলে দৃষ্টি স্বাভাবিকভাবে চোখের দিকে যায়। এতে ডবল চিনের দিকে কারও নজর পড়ে না।
৫. চোয়ালের নিচে পাউডার সেট করুন ম্যাট পাউডার ব্যবহার করে চোয়ালের নিচে হালকা শ্যাডো তৈরি করুন। এতে মুখের নিচের অংশ আরও স্লিম দেখাবে। ডবল চিনের নিচে অতি হালকা শেড ব্যবহার করলে আরও প্রাকৃতিক ছায়া তৈরি হয়। খুব গাঢ় শেড ব্যবহার না করাই ভালো।
৬.চুল ও হেয়ারস্টাইলচুলের ফ্রেম বা উল্টোভাবে ওয়েভ করা লক মুখের নিচের অংশের দিকে দৃষ্টি কমাতে সাহায্য করে।
Advertisement
টিপস:চোয়ালের হাড় হাইলাইট করুন, ব্রাশ নিচ থেকে উপরের দিকে টানুন। মুখ, গলা ও কলার বোনে কনসিলার দিন।মেকাপ শেষ হলে হালকা হাইলাইটার দিয়ে ফিক্সার স্প্রে করুন।
এই সহজ মেকআপ কৌশল মেনে চললেই ডবল চিন থাকা সত্ত্বেও মুখ দেখাবে অনেক বেশি স্লিম ও আকর্ষণীয় লাগবে। এতে করে বিয়ের পার্টিতে আত্মবিশ্বাসের সঙ্গে উপভোগ করতে পারবেন প্রতিটি মুহূর্ত।
সূত্র: ফেমিনা, টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন: অফিস শেষে বিয়ের দাওয়াত, সাজুন স্টাইলিশভাবেবিয়ের আগে কনের চুলের যত্নে থাকুক নিখুঁত ছোঁয়া
এসএকেওয়াই/