তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হলো কি না জানবেন যেভাবে

 

প্রায় সবাই বয়সী ব্যবহারকারী আছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রামের। দিনে কয়েকশ কোটি রিলস, পোস্ট, চ্যাট করা হচ্ছে প্ল্যাটফর্মে। কিন্তু দুঃখের বিষয় সম্প্রতি ১ কোটি ৭৫ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে বলে জানা গেছে। এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisement

প্রায় ১৭.৫ মিলিয়ন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যেখানে ইউজারনেম, ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস, ঠিকানা সহ অন্যান্য তথ্য বিক্রি বা ছড়িয়ে পড়ছে। এই তথ্যগুলো সাধারণত ২০২৪ সালের একটি এপিআই দুর্বলতার কারণে সংগ্রহ করা হতে পারে। সাইবার অপরাধীরা তা ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট সম্পর্কিত ই-মেইল পাঠাচ্ছে বলে দেখা গেছে। যদিও মেটা (ইনস্টাগ্রাম) ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

বিশেষ সুবিধা ও ফিচার ব্যবহার করে আপনি সহজেই জানতে পারেন আপনার ডাটা ফাঁস হয়েছে কি না। আসুন আপনার ইনস্টাগ্রাম তথ্য ফাঁস হয়েছে কি না তা জেনে নেওয়ার পদ্ধতি দেখে নেওয়া যাক-

হ্যাভ আই বিন পওন্ড-ডাটা ব্রিচ চেকার

অনেক নিরাপত্তা সার্ভিস আছে যেখানে আপনি আপনার ই-মেইল ঠিকানা বা ফোন নম্বর লিখে পরীক্ষা করতে পারেন যে সেই তথ্যটি কোনো ব্রিচ-ডাটাবেসে এসেছে কি না। উদাহরণ: haveibeenpwned.com-এখানে ই-মেইল/নম্বার দিলে সেটি অনেক পুরোনো ও নতুন ডাটাব্রিচের বিরুদ্ধে আপনার তথ্য মিলিয়ে দেখায়।

Advertisement

পাসওয়ার্ড রিসেট ই-মেইল মনিটর

যদি আপনি হঠাৎ ইনস্টাগ্রাম বা মেটা থেকে খুব বেশি পাসওয়ার্ড রিসেট ই-মেইল পান এবং আপনি নিজে কখনো সে রিকোয়েস্ট করেননি তাহলে বোঝা যায় আপনার ই-মেইল + আইডি কোনো তালিকায় রয়েছে যার কারণে হ্যাকাররা চেষ্টা করছে আপনার অ্যাক্সেস নিতে। এসব ই-মেইলে অবশ্যই দেখুন সেগুলো আসছে কি @mail.instagram.com ডোমেইন থেকে; অন্য ঠিকানা হলে তা স্ক্যাম কিংবা ফিশিং হতে পারে।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন অ্যাক্টিভিটি চেক

ইনস্টাগ্রাম অ্যাপ/সাইট-এ গিয়ে সেটিংস → সেটিংস → লগইন অ্যাক্টিভিটি অংশে ঢুকলে আপনি দেখতে পাবেন কোন কোন ডিভাইস বা অবস্থান থেকে আপনার অ্যাকাউন্টে লগ-ইন হয়েছে। যদি এখানে কিছু অজানা ডিভাইস, অবস্থান বা সময় দেখতে পান, তাহলে এটি একটি ঝুঁকির ইঙ্গিত। এটা ফাঁস হওয়া তথ্যের ব্যবহার বা অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের নিশ্চিত সূচক হতে পারে।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু আছে কি না

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখলে, হ্যাকারের কাছে আপনার পাসওয়ার্ড থাকলেও তারা কোনো নতুন ডিভাইস থেকে লগ-ইন করতে পারবে না। এসএমএস বা অথেন্টিকেটর অ্যাপ থেকে কোড পাওয়া হলে পাসওয়ার্ডের বাইরে একটি অতিরিক্ত স্তর যুক্ত হয়। এটা আপনার অ্যাকাউন্টকে অনেক বেশি নিরাপদ রাখে।

ইনস্টাগ্রাম ডাউনলোড ইওর ডাটা ফিচার

ইনস্টাগ্রাম আপনাকে আপনার সম্পূর্ণ ডাটা ডাউনলোড করে দেখতে দেয়, যেখানে আপনি দেখতে পারবেন প্ল্যাটফর্ম-এ কী কী তথ্য সংরক্ষিত আছে। সেটিংস → সিকিউরিটি → ডাউনলোড ডাটা → ই-মেইল দিলে একটি ফাইল আসে, যেখানে আপনি চাইলে নিজের তথ্য বিশ্লেষণ করে দেখতে পারেন কোন-কোন তথ্য ইনস্টাগ্রামে আছে। এই ডাটা দেখে বোঝা যায় আপনার পরিচয় তথ্য কোথায় কোথায় আছে ও তা অন্যের কাছে ফাঁস হয়েছে কি না।

Advertisement

আরও পড়ুনইনস্টাগ্রামে আসছে নতুন এআই ফিচার, যেসব সুবিধা পাবেনটিকটকের জনপ্রিয় ফিচার পাবেন ইনস্টাগ্রামে

সূত্র: গালফনিউজ

কেএসকে