নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে শুরু হচ্ছে তিন দিনব্যাপী স্মরণোৎসব। আয়োজন করছে দুটি জনপ্রিয় নাট্যদল স্বপ্নদল ও ঢাকা থিয়েটার। চলবে ১৪ থেকে ১৬ জানুয়ারি। উৎসব হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে।
Advertisement
ঢাকা থিয়েটারের আয়োজন১৪ জানুয়ারি: সকাল ১০টায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৪টায় সেমিনার ‘বাঙালির নন্দনসূত্র ও দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব’, সন্ধ্যা ৭টায় দেয়াল নাটকের মঞ্চায়ন (নির্দেশনা: অনিক ইসলাম)।১৫ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০: নাটক নিমজ্জন (নির্দেশনা: নাসির উদ্দীন ইউসুফ)।১৭ জানুয়ারি: জাতীয় নাট্যশালায় নাটক রঙমহাল (নির্দেশনা: ফারুক আহমেদ)।
স্বপ্নদলের অনুষ্ঠানসূচি১৪ জানুয়ারি (বুধবার): সকাল ১০টায় পুরাতন কলাভবন থেকে সেলিম আল দীনের সমাধি পর্যন্ত স্মরণ শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি।১৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায়: স্টুডিও থিয়েটারে চিত্রাঙ্গদা নাটকের ১২১তম মঞ্চায়ন।১৬ জানুয়ারি (শুক্রবার): স্টুডিও থিয়েটারে হরগজ নাটকের ৫০তম প্রদর্শনী।
স্বপ্নদলের নির্দেশক জাহিদ রিপন বলেন, ‘নাট্যগুরু সেলিম আল দীন আমাদের পরামর্শে চিত্রাঙ্গদা প্রযোজনা তৈরি করেছিলেন। তিনি বাংলা নাট্যরীতি পুনর্নির্মাণ ও গবেষণায় জীবন উৎসর্গ করেছেন। স্মরণোৎসবে চিত্রাঙ্গদা ও হরগজ মঞ্চায়ন তাই বিশেষ তাৎপর্য বহন করে।’
Advertisement
উভয় আয়োজনেই থাকছে নাট্যচর্চা, আলোচনাসভা, শিল্পকলা চত্বর সজ্জা, এবং নাট্যাচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধা।
এলআইএ