আরও একটি হ্যাটট্রিক দেখলো বিপিএল। এবার ইনিংসের শেষ তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করলেন তরুণ পেসার রিপন মণ্ডল। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে পুরো ২০ ওভার খেলে ১৩১ রানে অলআউট হয়েছে ঢাকা ক্যাপিটালস।
Advertisement
টস জিতে ব্যাট করতে নেমে উসমান খানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ঢাকা। ২৭ বলে ৫ চার আর ২ ছক্কায় ৪১ করে আউট হন উসমান। তিনি ছাড়া বাকি ব্যাটাররা কেউই সুবিধা করতে পারেননি।
সাইফ হাসান গোল্ডেন ডাক (১ বলে ০), মোহাম্মদ মিঠুন ১৬ বলে ১৩, নাসির হোসেন ২৭ বলে ২৪, ইমাদ ওয়াসিম ১১ বলে ১১, শামীম পাটোয়ারী ৬ বলে ৭ করে আউট হন। শেষদিকে নেমে ১০ বলে ২ ছক্কায় ১৪ করেন সাব্বির রহমান।
ইনিংসের শেষ তিন বলে সাব্বির রহমান (ক্যাচ), জিয়াউর রহমান (ক্যাচ) আর তাইজুল ইসলামের (বোল্ড) উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন রিপন মণ্ডল।
Advertisement
রিপন ৩০ রানে ৩ উইকেট পান। আবদুল গাফফার সাকলাইন ২৪ রান খরচায় নেন ৩ উইকেট।
এমএমআর