মুসলিম ধর্মাবলম্বী হয়েও রামায়ণের মতো একটি হিন্দু মহাকাব্যভিত্তিক সিনেমায় যুক্ত হয়েছেন বিশ্বখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান। নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমার সংগীত পরিচালনা করছেন তিনি। শুধু তাই নয়, এই প্রজেক্টে তার সঙ্গে যুক্ত হয়েছেন হলিউডের কিংবদন্তি সংগীতশিল্পী হ্যান্স জিমারও।
Advertisement
সম্প্রতি বিবিসি এশিয়ানের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মীয় পরিচয় ও রামায়ণের সংগীত নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রহমান। তিনি বলেন, ‘আমি ব্রাহ্মণ স্কুলে পড়াশোনা করেছি। সেখানে নিয়মিত রামায়ণ ও মহাভারত পড়ানো হতো। গল্পটা আমি জানি। এই গল্প মূলত নৈতিকতা, আদর্শ আর একজন মানুষের চারিত্রিক উৎকর্ষ নিয়ে।’আরও পড়ুনপ্রথম সপ্তাহেই মুখ থুবড়ে পড়েছে ‘দ্য রাজাসাব’‘দ্য ব্লাফ’ ট্রেলারে জলদস্যু রূপে প্রিয়াঙ্কা, ভয়ংকর অ্যাকশনে তোলপাড়গান করলেও কখনো মুখ দেখান না এ আর রহমানের মেয়ে খাতিজা
এ আর রহমান আরও বলেন, ‘ভালো জিনিস যেখানে থেকেই আসুক সেটা গ্রহণ করা উচিত। নবী বলেছেন, জ্ঞান অমূল্য। সে রাজা হোক বা ভিক্ষুক, ভালো কাজ হোক বা খারাপ অভিজ্ঞতা; সবকিছু থেকেই শেখা যায়। এসব থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় না।’
এই সিনেমাকে তিনি ভারত থেকে বিশ্বমুখী একটি ভালোবাসার প্রজেক্ট হিসেবেও দেখছেন। রহমান বলেন, ‘হ্যান্স জিমার ইহুদি, আমি মুসলিম, আর রামায়ণ একটি হিন্দু গ্রন্থ। তবু আমরা একসঙ্গে কাজ করছি। এটাই সৌন্দর্য।’
Advertisement
হ্যান্স জিমারের সঙ্গে এতদিন কাজ না করার কারণ ব্যাখ্যা করে রহমান জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি স্বাধীনভাবে কাজ করতে চেয়েছিলেন। তবে এবার দু’জনের কাজের অভিজ্ঞতাকে তিনি ‘ভয়ংকর রকম উত্তেজনাপূর্ণ’ বলেই উল্লেখ করেন।এ আর রহমান
‘রামায়ণ’ ছবির সংগীতে নতুনত্ব আনতেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন রহমান। তিনি জানান, কবি কুমার বিশ্বাসের সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পাচ্ছেন। তার ভাষায়, ‘রামায়ণ এমন একটি বিষয় যা সবাই জানে। তবু সেটাকে নতুনভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই আমরা।’
রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, সানি দেওলসহ বড় তারকাবহুল এই সিনেমা মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে।
এলআইএ
Advertisement