তথ্যপ্রযুক্তি

যেসব দিকে নজর রাখলে ফোন টিকবে বছরের পর বছর

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কাজ, বিনোদন, যোগাযোগ সবকিছুর জন্যই আমরা নির্ভর করি এই ছোট ডিভাইসটির ওপর। তবে একটু অসতর্ক ব্যবহারেই ফোনের ব্যাটারি ও পারফরম্যান্স দ্রুত খারাপ হয়ে যেতে পারে। বিশেষ করে চার্জ দেওয়ার ক্ষেত্রে কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চললে স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

Advertisement

চলুন জেনে নেওয়া যাক যেভাবে চার্জ দিলে স্মার্টফোন দীর্ঘদিন ভালো থাকবে-

কখনোই ১০০ শতাংশ পর্যন্ত চার্জ দেবেন নাঅনেকেই মনে করেন, ফোন পুরোপুরি ১০০ শতাংশ চার্জ না হলে সমস্যা। কিন্তু বাস্তবে নিয়মিত ফুল চার্জ দিলে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে ব্যাটারির আয়ু কমে যেতে পারে। চেষ্টা করুন ৮০-৯০ শতাংশের মধ্যেই চার্জ খুলে ফেলতে।

চার্জ একেবারে শেষ হওয়ার আগেই চার্জে বসানফোনের ব্যাটারি একদম তলানিতে নামিয়ে ব্যবহার করা ক্ষতিকর। খুব কম চার্জে ফোন ব্যবহার করলে ব্যাটারি দ্রুত দুর্বল হয়ে যায়। তাই ২০–২৫ শতাংশ চার্জ থাকতেই ফোন চার্জে বসানো সবচেয়ে ভালো।

Advertisement

সমতল জায়গায় ফোন চার্জ দিনফোন চার্জ দেওয়ার সময় বিছানা, বালিশ বা নরম কিছুর ওপর রাখা একদমই উচিত নয়। এতে বাতাস চলাচল বন্ধ হয়ে ফোন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। সবসময় টেবিল বা শক্ত সমতল জায়গায় ফোন চার্জ দিন।

নিজস্ব বা নির্ভরযোগ্য চার্জার ব্যবহার করুনযে কোম্পানির ফোন ব্যবহার করছেন, সেই কোম্পানির চার্জার ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। নকল বা নিম্নমানের চার্জার ব্যাটারি ও ফোনের সার্কিটের ক্ষতি করতে পারে।

চার্জিং পোর্টে জোরে চাপ দেবেন নাচার্জার লাগানোর সময় অতিরিক্ত জোরে চেপে ঢোকানো থেকে বিরত থাকুন। এতে চার্জিং পোর্ট ঢিলা হয়ে যেতে পারে বা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।

চার্জিং পোর্ট পরিষ্কার রাখুনফোনের চার্জিং পোর্টে ধুলো-ময়লা জমলে চার্জ ঠিকমতো ঢুকবে না এবং ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। সময় সময় নরম ব্রাশ বা পরিষ্কার কাপড় দিয়ে পোর্ট পরিষ্কার রাখুন।

Advertisement

চার্জে বসিয়ে ফোন ব্যবহার না করাই ভালোচার্জের সময় গেম খেলা, সিনেমা দেখা, কথা বলা এই অভ্যাসগুলো ফোনের জন্য ক্ষতিকর। এতে ফোন অতিরিক্ত গরম হয় এবং ব্যাটারির ক্ষয় দ্রুত ঘটে। সম্ভব হলে ফোন বন্ধ করে চার্জ দিন।

চার্জিং প্লাগ পয়েন্ট নিরাপদ কি না যাচাই করুনযে সুইচ বা প্লাগ পয়েন্টে ফোন চার্জে দিচ্ছেন, সেটি ঠিকঠাক আছে কি না নিশ্চিত হওয়া জরুরি। নষ্ট বা ঢিলা প্লাগ পয়েন্ট থেকে শর্ট সার্কিট হয়ে ফোনের বড় ক্ষতি হতে পারে।

আরও পড়ুনএআইতে ঝুঁকছে মেটা, এক হাজারের বেশি কর্মী ছাঁটাইফোনের স্ক্রিন মাঝে মাঝেই সাদা-কালো হচ্ছে, যা করবেন

কেএসকে