রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ বলের রোমাঞ্চকর জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে সিলেট টাইটান্স। তবে ফাইনালে উঠতে তাদের পার হতে হবে আরও একটি বাধা, যার নাম রাজশাহী ওয়ারিয়র্স।
Advertisement
প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হেরে যাওয়া নাজমুল হোসেন শান্তর দল আজ ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাচ্ছে, সন্ধ্যায় সিলেটকে হারালেই খুলে যাবে ফাইনালের দরজা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার সন্ধ্যা ৬টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে রাজশাহী ও সিলেট। এই ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হবে, যেখানে আগে থেকেই বসে আছে চট্টগ্রাম রয়্যালস।
মঙ্গলবার এলিমিনেটর রাউন্ডে ক্রিস ওকস ও খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে রংপুরকে মাত্র ১১১ রানে গুটিয়ে দেয় সিলেট। তবে সেই রান তাড়া করতে নেমে নিজেরাও বিপদে পড়ে গিয়েছিল। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন পড়ে ৬ রানের। তবে এদিনই প্রথম বিপিএল খেলতে নামা ক্রিস ওকস দুর্দান্ত এক ছক্কায় জয় দেন সিলেটকে।
Advertisement
অন্যদিকে একই উইকেটে ১৩৪ রান করেও চট্টগ্রামকে আটকাতে পারেনি রাজশাহী। তবে আজ দলটির হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। দলটি বিশ্বাস করে কেনের উপস্থিতি ব্যাটিং অর্ডারে ভারসাম্য আনবে।
এসকেডি/আইএইচএস/