তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন ভীষণ স্লো? যা করবেন

হঠাৎ করেই স্মার্টফোন স্লো হয়ে যাচ্ছে? অ্যাপ খুলতে সময় নিচ্ছে, মাঝেমধ্যে স্ক্রিন কালো বা সাদা হয়ে যাচ্ছে? এমন সমস্যায় এখন প্রায় সব স্মার্টফোন ব্যবহারকারীই কমবেশি ভুগছেন। দীর্ঘদিন ব্যবহারের ফলে কিংবা কিছু সাধারণ ভুলের কারণে ফোনের পারফরম্যান্স ধীরে ধীরে কমে যেতে পারে। তবে ভালো খবর হলো খুব সহজ কয়েকটি বিষয় মেনে চললেই এই সমস্যা অনেকটাই এড়িয়ে চলা সম্ভব। চলুন দেখে নেওয়া যাক, স্মার্টফোন দ্রুত ও স্মুথ রাখতে কী কী করবেন।

Advertisement

স্মার্টফোন ধীরগতিতে কাজ করা শুরু করলে সবার আগে ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপগুলো ডিলিট করে দিন। অনেক সময় এমন বহু অ্যাপ ফোনে থাকে যেগুলো আমরা ব্যবহারই করি না, কিন্তু সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থেকে মেমোরি ও প্রসেসরের ওপর চাপ ফেলে। অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে দিলে ফোনের গতি অনেকটাই বেড়ে যায়।

যে অ্যাপগুলো নিয়মিত ব্যবহার করেন, সেগুলো সবসময় আপডেট রাখা খুব জরুরি। অ্যাপ আপডেটের মাধ্যমে নানা বাগ ঠিক করা হয় এবং পারফরম্যান্স উন্নত করা হয়। পুরোনো ভার্সনের অ্যাপ ব্যবহার করলে ফোন স্লো হয়ে যাওয়ার পাশাপাশি হ্যাং করার সমস্যাও দেখা দিতে পারে।

অ্যাপের পাশাপাশি ফোনের সফটওয়্যার আপডেট করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মাতারা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফোনের পারফরম্যান্স, নিরাপত্তা এবং স্থায়িত্ব বাড়ান। তাই নিয়মিত চেক করে দেখুন, ফোনে কোনো আপডেট পেন্ডিং রয়েছে কি না।

Advertisement

যদি প্রায়ই ফোন হ্যাং করে বা অ্যাপ খুলতে দেরি হয়, তাহলে ফোনের মেমোরি খালি রাখার চেষ্টা করুন। স্টোরেজ বেশি ভরে গেলে ফোন স্বাভাবিক গতিতে কাজ করতে পারে না। প্রয়োজন না হলে পুরনো ফাইল, ছবি বা ডকুমেন্ট মুছে ফেলুন অথবা ক্লাউডে ব্যাকআপ রাখুন।

যারা ফোনে নিয়মিত ভারী কাজ করেন যেমন গেম খেলা, ভিডিও এডিটিং বা একসঙ্গে অনেক অ্যাপ ব্যবহার তাদের জন্য একটি ফোনে সব কাজ করা চাপের হতে পারে। সম্ভব হলে আলাদা কাজের জন্য আলাদা ফোন ব্যবহার করাই ভালো, এতে ফোনের ওপর অতিরিক্ত চাপ কম পড়ে।

ফোন ব্যবহারের সময় একটু যত্নশীল হওয়াও জরুরি। একটি অ্যাপে কাজ শেষ হলে সেটি ব্যাকগ্রাউন্ডে চালু না রেখে বন্ধ করে দিন। এরপর নতুন অ্যাপ খুলে কাজ করুন। একসঙ্গে অনেক অ্যাপ খোলা থাকলে র‍্যাম ব্যবহারের পরিমাণ বেড়ে যায়, যার ফলে ফোন স্লো হয়ে যেতে পারে।

ফোনে অযথা প্রচুর ছবি, ভিডিও, গেম, সিনেমা বা গান ডাউনলোড করে রাখলেও সমস্যা তৈরি হয়। এগুলো স্টোরেজ ভরিয়ে দেয় এবং ফোনের পারফরম্যান্সে প্রভাব ফেলে। তাই প্রয়োজনীয় জিনিস ছাড়া অতিরিক্ত কিছু ডাউনলোড না রাখাই ভালো।

Advertisement

আরও পড়ুনএআইতে ঝুঁকছে মেটা, এক হাজারের বেশি কর্মী ছাঁটাইফোনের স্ক্রিন মাঝে মাঝেই সাদা-কালো হচ্ছে, যা করবেন

কেএসকে