এখন শুধু তোমার চোখের ভেতর হাঁটবো,যেখানে আলো নেমে আসে নিঃশব্দ ঘাসের মতো।
Advertisement
তোমার শ্বাসের ভেতর রাখবো আমার হারানো জনপদ,যেখানে ভোর হলেই উঠবে মানুষের নাম।
তোমার ত্বকের নিচে আমি লিখবো প্রথম বৃষ্টি,তোমার কাঁধে রাখবো গোধূলির ঘ্রাণ।
সব দুঃখকে পাখি বানিয়ে উড়িয়ে দেবো আকাশে,তুমি হাসলেই তারা ফিরে আসবে ঘরে।
Advertisement
এখন শুধু তোমার ভেতর বসবাস করবো—জীবনের মতো, অনন্ত ভালোবাসার মতো।
এসইউ