সব কথা মুখে বলা যায় না, কিছু অনুভূতি আছে, যা উচ্চারণ করলে যেন তার মাধুর্যটাই নষ্ট হয়ে যায়। তখন মনের কথা প্রকাশের ভরসা হয়ে ওঠে ছোট্ট কিছু চিহ্ন ইমোজি। প্রযুক্তির যুগে অনুভূতির সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী এখন এই ইমোজিগুলোই। কাজের ফাঁকে হঠাৎ সঙ্গীর কথা মনে পড়া, রাগ-অভিমান, ক্লান্তি, আনন্দ কিংবা অবসাদ সবকিছুই এক ক্লিকেই জানিয়ে দেওয়া যায়। কথা কম, অনুভূতি বেশি ইমোজির জাদু ঠিক এখানেই।
Advertisement
এই জনপ্রিয়তাকে মাথায় রেখেই নিয়মিত নতুন নতুন ইমোজি যুক্ত করা হয় কিবোর্ডে। ব্যবহারকারীদের অভিব্যক্তিকে আরও বৈচিত্র্যময় করতে চলতি বছর, অর্থাৎ ২০২৬ সালে কিবোর্ডে যোগ হতে পারে ৯টি একেবারে নতুন ইমোজি। চলুন, দেখে নেওয়া যাক আসছে কোন কোন নতুন চিহ্ন।
ইমোজিপিডিয়া সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নতুন ইমোজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দুটি। এর একটি হলো পিকল। সাধারণভাবে পিকল বলতে আমরা আচার বুঝলেও, এখানে বোঝানো হচ্ছে ভিনেগার বা বিশেষ মসলায় সংরক্ষিত শসা। ইমোজিটিতে দেখা যাবে একটি শসার ছবি। অপরটি হলো মেটেওর, অর্থাৎ উল্কাপিণ্ড। মহাকাশ থেকে ধেয়ে আসা আগুনে পাথরের প্রতীক।
এই তালিকায় আরও থাকছে চোখ কোঁচকানো হাসিমুখের একটি নতুন স্মাইলি, বামদিকে ঘোরানো একটি বুড়ো আঙুল এবং ডানদিকে ঘোরানো আরেকটি বুড়ো আঙুলের ইমোজি। এছাড়া যুক্ত হচ্ছে লাইটহাউস বা বাতিঘর, পথ দেখানোর প্রতীক হিসেবে। থাকছে মোনার্ক প্রজাপতি কমলা, কালো ও সাদা রঙের এই প্রজাপতি জীবনচক্র ও দীর্ঘ ভ্রমণের জন্য বিখ্যাত। প্রতিবছর হাজার হাজার মাইল পাড়ি দেয় এই প্রজাতির প্রজাপতিরা।
Advertisement
নতুন ইমোজির তালিকায় আরও রয়েছে একটি ইরেজার এবং একটি হাতলযুক্ত জাল (নেট) ইমোজি। ধারণা করা হচ্ছে, পিকল ও মোনার্ক প্রজাপতির ইমোজি খুব দ্রুতই ব্যবহারকারীদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে।
তবে প্রশ্ন হলো কবে থেকে কিবোর্ডে দেখা যাবে এই ইমোজিগুলো? জানা যাচ্ছে, আপাতত পুরো বিষয়টি খসড়া পর্যায়ে রয়েছে। ইউনিকোড কর্তৃপক্ষ এই প্রস্তাবিত ইমোজির তালিকা পাঠাবে অ্যাপল, গুগল, স্যামসাংসহ বিভিন্ন প্রযুক্তি সংস্থার কাছে। সেখান থেকে অনুমোদন মিললে তবেই ধাপে ধাপে এগুলো ব্যবহারকারীদের কিবোর্ডে যুক্ত হবে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের শেষের দিকেই এই ৯টি নতুন ইমোজি দেখা যেতে পারে।
তবে একটি কথা মনে রাখা জরুরি ইমোজি পাঠানোর আগে তার অর্থ ভালোভাবে জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। না হলে মনের কথা বোঝাতে গিয়ে উল্টো ভুল বার্তা পৌঁছে যেতে পারে!
সূত্র: ইয়াহু
Advertisement
আরও পড়ুনএআইতে ঝুঁকছে মেটা, এক হাজারের বেশি কর্মী ছাঁটাইফোনের স্ক্রিন মাঝে মাঝেই সাদা-কালো হচ্ছে, যা করবেন
কেএসকে