শেরপুরে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২০লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে এসব ভাটার সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২৭ জানুয়ারী) দিনব্যাপী শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রিজওয়ানুল হক।
এতে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শেরপুরের সদরের মেসার্স জিহান জিগজ্যাগ ব্রিকস-৪, শ্রীবরদী উপজেলার এবিএম অটো ব্রিকস, মেসার্স পিনাকী অ্যান্ড কোং, মেসার্স সততা জিগজ্যাগ অটো ব্রিকস ও মেসার্স এম এস জিগজ্যাগ ব্রিকসকে চার লাখ করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
Advertisement
অভিযানকালে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. নাঈম ইসলাম/এএইচ/জেআইএম