লাইফস্টাইল

সোনার গয়না না পরেও আকর্ষণীয় থাকবেন যেভাবে

আকর্ষণ মানেই কি ভারী স্বর্ণের হার, চওড়া বালা আর ঝলমলে কানের দুল? একেবারেই না। আজকের দিনে স্টাইল ও সৌন্দর্যের সংজ্ঞা বদলে গেছে। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতো করে নিজেকে তুলে ধরার মধ্যেই লুকিয়ে আছে আসল সৌন্দর্য।

Advertisement

সোনার গয়না ছাড়াও মার্জিত হওয়া সম্ভবসোনা বা বাদামি গয়না ছাড়া আকর্ষণীয় ও মার্জিত থাকা যায়। এর জন্য প্রয়োজন পোশাকের সঙ্গে মানানসই সাধারণ অ্যাক্সেসরিজ, সঠিক রঙের নির্বাচন এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা। সুতির শাড়ি, সালোয়ার কামিজ বা কুর্তার সঙ্গে ওড়না, স্কার্ফ, ছোট দুল কিংবা হাতঘড়ি ব্যবহার করে চমৎকার লুক আনা সম্ভব। স্টাইল মানে শুধুই দামি জিনিস নয় বরং নিজেকে উপস্থাপন করার ভঙ্গি, রঙের মিল এবং সামঞ্জস্যপূর্ণ অ্যাক্সেসরিজ থেকেই আসল আকর্ষণ প্রকাশ পায়।

১. পোশাকের কাট আর ফিটিং হোক আপনার অলংকারভালোভাবে ফিট করা একটি পোশাকই অনেক সময় সবচেয়ে বড় অলংকার হয়ে ওঠে। রং, কাপড় আর কাট যদি আপনার শরীরের গঠনের সঙ্গে মানানসই হয়, তাহলে আলাদা করে গয়নার প্রয়োজন পড়ে না। সাদামাটা কুর্তি, শাড়ি বা ওয়েস্টার্ন আউটফিটের পরিমিত স্টাইলই নজর কাড়ে।

২. মিনিমাল জুয়েলারির জাদুস্বর্ণ না পরলেও রূপা, অক্সিডাইজড, পার্ল বা স্টোন জুয়েলারি আপনার লুকে আলাদা মাত্রা যোগ করতে পারে। ছোট স্টাড, স্লিম ব্রেসলেট বা একটি ছোট নেকপিস পরা এখন ট্রেন্ড।

Advertisement

৩. আত্মবিশ্বাসই সবচেয়ে দামি অলংকারযে মানুষের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে তার উপস্থিতি এমনিতেই আলাদা করে চোখে পড়ে। মাথা উঁচু করে হাঁটা, চোখে আর মুখে হালকা হাসি-এসবের কাছে সোনার গয়নার ঝিলিকের কাছে হার মানে।

৪. পরিচ্ছন্নতা ও গ্রুমিংয়ে মনোযোগ দিনপরিপাটি চুল, পরিষ্কার ত্বক, হালকা মেকআপ বা ন্যাচারাল লুক-এসবই আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। অনেক সময় অতিরিক্ত গয়নার চেয়ে একটি সুন্দর হেয়ারস্টাইল বা পরিপাটি লুক বেশি নজর কেড়ে থাকে।

৫. ব্যক্তিত্ব ফুটে উঠুক আপনার স্টাইলেআপনার কথা বলার ভঙ্গি, আচরণ, রুচি আর মানসিকতা-এসবই আপনার সৌন্দর্যের অংশ। যে মানুষ নিজের ব্যক্তিত্বকে সম্মান করে, তার আলাদা একটা আভা থাকে, যা কোনো গয়না দিয়েই কেনা যায় না।

৬. কমফোর্টই নতুন আকর্ষণযে পোশাক বা লুকে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটাই আপনাকে সবচেয়ে সুন্দর করে তুলবে। ভারী গয়নায় অস্বস্তিবোধ করলে,সহজ স্টাইল আপনাকে আরও আত্মবিশ্বাসী দেখাবে আর আত্মবিশ্বাসই আকর্ষণের মূল চাবিকাঠি।

Advertisement

সোনারগয়না সৌন্দর্য বাড়াতে পারে, কিন্তু সৌন্দর্যের একমাত্র শর্ত নয়। নিজেকে ভালোবাসা, নিজের মতো থাকা আর আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রকাশ করাই আসল অলংকার। মনে রাখবেন-আপনি নিজেই আপনার সবচেয়ে দামি গয়না।

সূত্র: ভোগ, ফেমিনা, টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:হট পিংকে আত্মবিশ্বাসী সাদিয়া আলোচনা ছাপিয়ে স্টাইলিশ বুবলীর এগিয়ে চলা 

এসএকেওয়াই/