ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৭৭ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ ফয়সাল হাসান শিশির (২৬) নামে একজনকে আটক করেছে বিজিবি।
Advertisement
মহেশপুর উপজেলার খোসালপুর বাজার থেকে ওই যুবককে আটক করা হয়। এসব স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত ফয়সাল হাসান শিশির মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে।
Advertisement
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে খোসালপুর ব্রিজের ওপরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় বিজিবি। এসময় সন্দেহভাজন হিসেবে ফয়সাল হাসান শিশিরের দেহ তল্লাশি করে কোমর থেকে চার পিস স্বর্ণের বার এবং সঙ্গে ছোট একটি স্বর্ণের টুকরা জব্দ করা হয়।
এ ঘটনায় আটক যুবক ও তার ব্যবহৃত মোবাইল ফোন এবং বাইসাইকেল মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটক যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। জব্দকৃত স্বর্ণের বার সরকারি কোষাগারে জমার আইনগত প্রক্রিয়া চলছে।
এম শাহজাহান/এএইচ/জেআইএম
Advertisement