খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের নাম বদলানোর ডাক ভারতীয় ধারাভাষ্যকারের

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে যাচ্ছে এবারের আসর। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে আসর।

Advertisement

সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপকে ঘিরে দর্শকদের চাহিদাও থাকে তুঙ্গে। তবে এই আসরকে বিশ্বকাপ মানতে রাজি নন ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। এই মন্তব্য করে ভিন্ন নামও দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য।

সাবেক এই ভারতীয় ক্রিকেটারের কাছে ছে ক্রিকেটের সর্বোচ্চ আসর বলতে কেবল ওয়ানডে বিশ্বকাপই। এক্সে দেওয়া এক পোস্টে সঞ্জয় লিখেছেন, ‘আমার কাছে ক্রিকেট বিশ্বকাপ মানে সবসময়ই ৫০ ওভারের বিশ্বকাপ। দুই বছর পরপর টি-টোয়েন্টি সংস্করণের যে টুর্নামেন্ট হয়, এটিকে চার বছর পরপর আসা (ওয়ানডে) বিশ্বকাপের সমমানে দেখা উচিত নয়। আমার মতে এর প্রকৃত নাম হতে পারে, দ্য ওয়ার্ল্ড টি-টোয়েন্টি।’ 

মূলত সঞ্জয় মাঞ্জরেকার এই মন্তব্য করেছেন ওয়ানডে সংস্করণ প্রাসঙ্গিকতা হারাচ্ছে ধীরেধীরে এই ভয় থেকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ব্যাপারে বেশ আলোচনা চাউর হয়েছিল। চলতি মাসের শুরুতে সাবেক ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিনও উদ্বেগ জানান এ ব্যাপারে।

Advertisement

আইএন