ফ্রান্সের সিজার একাডেমি ঘোষণা করেছে ৫১তম সিজার পুরস্কারের মনোনয়ন। এ বছর উৎসবের প্রধান আসরে ২০২৫ সালের অফিসিয়াল নির্বাচিত ১৮টি চলচ্চিত্রকে বাছাই করা হয়েছে। এই ছবিগুলো থেকে বিভিন্ন বিভাগের মোট ৬১টি মনোনয়ন পেয়েছে।
Advertisement
সর্বাধিক মনোনয়ন পেয়েছে রিচার্ড লিংকলেটের ‘নুভেল ভ্যাজ’। ছবিটি ১০টি বিভাগে মনোনীত হয়ে চমক দেখিয়েছে।
এবারের সিজার পুরস্কার ২৬ ফেব্রুয়ারি ২০২৬-এ প্যারিসের অলিম্পিয়া তেও অনুষ্ঠিত হবে।
মূল বিভাগে মনোনয়নপ্রাপ্ত চলচ্চিত্রসমূহ
Advertisement
নুভেল ভ্যাজ (রিচার্ড লিংকলেট) - ১০টি মনোনয়নসেরা চলচ্চিত্রসেরা পরিচালনাসেরা নবাগত পুরুষ অভিনেতা: গিলোম মার্কবেকসেরা মূল চিত্রনাট্যসেরা শব্দ/শব্দসম্পর্কিত কাজসেরা চিত্রগ্রহণসেরা সম্পাদনাসেরা পোশাক নকশাসেরা প্রযোজনার নকশাসেরা ভিজ্যুয়াল ইফেক্ট
ডসিয়ের ১৩৭ (ডোমিনিক মল) - ৮টি মনোনয়নসেরা চলচ্চিত্রসেরা পরিচালনাসেরা প্রধান অভিনেত্রী: লেয়া ড্রুকারসেরা মূল চিত্রনাট্যসেরা মূল সংগীতসেরা শব্দ/শব্দসম্পর্কিত কাজসেরা চিত্রগ্রহণসেরা সম্পাদনা‘ডসিয়ের ১৩৭’ ছবির পোস্টার
দ্য গ্রেট আর্ক (স্টেফান দেমুস্টিয়ার) - ৮টি মনোনয়নসেরা পরিচালনাসেরা প্রধান অভিনেতা: ক্লেস ব্যাংসেরা সহায়ক অভিনেতা: স্বান আরলাউডসেরা সহায়ক অভিনেতা: জাভিয়ার ডোলানসেরা সহায়ক অভিনেতা: মিশেল ফুসেরা অভিযোজিত চিত্রনাট্যসেরা প্রযোজনার নকশাসেরা ভিজ্যুয়াল ইফেক্ট
দ্য লিটল সিস্টার (হাফসিয়া হারজি) - ৭টি মনোনয়নসেরা চলচ্চিত্রসেরা পরিচালনাসেরা অভিযোজিত চিত্রনাট্যসেরা নবাগত মহিলা অভিনেত্রী: নাদিয়া মেল্লিতিসেরা সহায়ক অভিনেত্রী: জি-মিন পার্কসেরা মূল সংগীতসেরা সম্পাদনা
Advertisement
দি রিচেস্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড (থিয়েরি ক্লিফা) - ৬টি মনোনয়নসেরা প্রধান অভিনেত্রী: ইজাবেল হুপ্তসেরা প্রধান অভিনেতা: লরাঁ লাফিতসেরা সহায়ক অভিনেত্রী: মারিনা ফোয়সেরা সহায়ক অভিনেতা: রাফায়েল পার্সোনাজসেরা মূল সংগীতসেরা পোশাক নকশা
আরকো (উগো বিয়েনভিউ) - ৪টি মনোনয়নসেরা এনিমেটেড চলচ্চিত্রসেরা প্রথম চলচ্চিত্রসেরা মূল সংগীতসেরা শব্দ
লিভ ওয়ান ডে (আমেলি বোনিন) - ৪টি মনোনয়নসেরা প্রথম চলচ্চিত্রসেরা প্রধান অভিনেতা: বাস্টিয়ান বুয়েলনসেরা সহায়ক অভিনেত্রী: ডোমিনিক ব্লাঙ্কসেরা শব্দ
কালারস অফ টাইম (সেদরিক ক্লাপিশ) - ৩টি মনোনয়নসেরা নবাগত মহিলা অভিনেত্রী: সিউজান লিনডনসেরা পোশাক নকশাসেরা প্রযোজনার নকশা‘কালারস অফ টাইম’ ছবির পোস্টার
ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট (জাফার পানাহি) - ২টি মনোনয়নসেরা চলচ্চিত্রসেরা মূল চিত্রনাট্য
একটি করে মনোনয়নপ্রাপ্ত চলচ্চিত্রসমূহলিটল আমেলি অর দ্য ক্যারেক্টার অফ দ্য রেইন - সেরা এনিমেটেড চলচ্চিত্রদ্য সিক্রেট এজেন্ট - সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রসেন্টিমেন্টাল ভ্যালু - সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রসিরাত - সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রমেটিয়র্স - সেরা নবাগত পুরুষ অভিনেতা: ইদির আজুগলি১৩ ডেজ ১৩ নাইটস - সেরা সম্পাদনাফিল দে ল’ইউ - সেরা সংক্ষিপ্ত এনিমেটেড চলচ্চিত্রলে বেলস সিসাট্রাইস - সেরা সংক্ষিপ্ত এনিমেটেড চলচ্চিত্রব্ল্যাক ডগ - সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
এলআইএ