সাহিত্য

নীরবতার প্রতিধ্বনি এবং অন্যান্য কবিতা

নীরবতার প্রতিধ্বনি

Advertisement

আমি আমার ভেতরে চিৎকার শুনতে পাচ্ছিআমার আত্মা মুক্তি পেতে আকুলকিন্তু আমি কথা বলতে পারি নাআমার মুখে টেপ লাগানো এবং আমার কণ্ঠস্বর ভারী মনে হচ্ছেঅনেক যন্ত্রণা—গলাকে ব্যথিত ও ক্ষত করেআমাকে ভেতর থেকে পুড়িয়ে ফেলছে—আমি কিছুই করতে পারি নাআমার বুকে ঘন নীরবতাআমি ভেঙে পড়তে চাই কিন্তু আমার সংকল্প বাধা দেয়আমাকে আমার যন্ত্রণা প্রকাশ করতে হবে,খুব উঁচু থেকে চিৎকার করতে হবেকিন্তু আমি আমার বোধশক্তি খুঁজে পাচ্ছি না।বোধ সাহসী করে তোলেআমার কণ্ঠস্বর শোনা যায় না—কেবল নীরবতাই প্রকাশ করে।

****

আল মাহমুদও এসেছিলেন ঢাকায়

Advertisement

আমার শরীর ও মনে ঢাকা-গন্ধী সুবাস নেইআছে মৃত্তিকার গন্ধআছে শিমুলরাঙা ভোরের চোখের উজ্জ্বল স্বপ্ন।

কে যেন বললেন, ঢাকাই সবচট্টগ্রামও কিছু নয়ঢাকার আকাশে ওড়ে স্বপ্নের বেলুনআল মাহমুদও এসেছিলেন ঢাকায়।

বিস্ময়ে বিড়বিড় করে প্রশ্ন রেখে বলি,‘কেন তিতাসপাড় স্বপ্ন জাগাতে পারেনি?’

****

Advertisement

এগিয়ে যাই

আমি মনে করি একটি আকাশ, সেখানে শুধুই তারাএকটি রাত, যন্ত্রণায় ভিজেআমি মনে করি একটি মন, সেখানে শুধুই যুদ্ধসিদ্ধান্তহীনতা, শুধুই জঞ্জালের পাহাড় আমি মনে করি একটি বিজয়, যেখানে গর্ব ফুলে উঠেছিলআমি মনে করি একটি পরাজয়, যেখানে প্রার্থনা ব্যর্থ হয়েছিলআমি মনে করি চোখ, স্বপ্নে উজ্জ্বলআমি মনে করি অশ্রু, নীরব চিৎকার...আমি মনে করি কাঁধ, বোঝায় ভারাক্রান্তআমি সব কিছু মনে করিকিন্তু অমসৃণ-পথআমি এখনও এগিয়ে যাই...

এসইউ/এএসএম