ভ্রমণ

ভ্রমণে প্রতারণা থেকে বাঁচার ৯ উপায়

ভ্রমণ জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। নতুন জায়গা দেখা, অপরিচিত মানুষের সাথে মেলামেশা, ভিন্ন সংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ—সব মিলিয়ে এটি স্মৃতিতে জমা হওয়ার মতো সময় এনে দেয়। কিন্তু এ আনন্দের মধ্যেই অনেক সময় লুকিয়ে থাকে কিছু তিক্ত অভিজ্ঞতা। বিশেষ করে দেশি-বিদেশি পর্যটকদের লক্ষ্য করে প্রতারণা বা ‘ট্রাভেল স্ক্যাম’ এখন অনেক জায়গায় সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কখনো তা ছোটখাটো ঠকানো, আবার কখনো বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তবে কিছু সচেতনতা মেনে চললে এ ধরনের বিপদ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।

Advertisement

অতিরিক্ত বন্ধুসুলভ গাইড থেকে সাবধান

আপনি কোনো পর্যটন স্পট বা স্টেশন, বাসস্ট্যান্ডে পৌঁছেই দেখলেন কেউ আপনার সঙ্গে অতিরিক্ত বন্ধুসুলভ আচরণ করছেন, আপনাকে ‘সহায়তা’ করার জন্য এগিয়ে আসছেন। অনেক সময় তারা বলেন, ‘আমি এখানকার লোক, আপনাকে ভালো জায়গা দেখাবো।’ এর পেছনে প্রায়ই থাকে কমিশনভিত্তিক দোকানে নিয়ে যাওয়া বা ভুয়া সেবা দেওয়ার ফাঁদ। এ ক্ষেত্রে করণীয় হচ্ছে, যে কোনো গাইড বা পরিবহন সেবা নেওয়ার আগে অনুমোদিত কাউন্টার বা ট্যুর অপারেটরের মাধ্যমে বুকিং করা। অচেনা লোকের প্রস্তাবে তাড়াহুড়ো করে রাজি হবেন না।

ভুয়া টিকিট বিক্রেতা

বাস, ট্রেন, নৌকা বা পর্যটন স্পটের প্রবেশে প্রায়ই ভুয়া টিকিট বিক্রির ঘটনা ঘটে। এগুলো সাধারণত অফিসিয়াল মূল্যের চেয়ে সস্তা বা কখনো ‘দ্রুত’ প্রবেশের অজুহাতে বেশি দামে বিক্রি করা হয়। সেজন্য সব সময় অফিসিয়াল টিকিট কাউন্টার বা অনলাইন ভেরিফায়েড প্ল্যাটফর্ম থেকে টিকিট কিনতে হবে। কারও কাছ থেকে হাতে লেখা বা অস্পষ্ট টিকিট নেবেন না।

অতিরিক্ত ভাড়া নেওয়া

পর্যটন এলাকায় অনেক সময় অটোরিকশা, ট্যাক্সি বা নৌকার ভাড়া দ্বিগুণ বা তিনগুণ বেশি নেওয়া হয়। বিশেষ করে বিদেশি বা বাইরের জেলার পর্যটকদের কাছে তারা ‘প্রিমিয়াম রেট’ দাবি করেন। তাই এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে, যাত্রার আগে ভাড়া নিয়ে স্পষ্টভাবে কথা বলুন। ভালো হয় যদি আপনি গন্তব্যে যাওয়ার আগে স্থানীয়দের কাছ থেকে সঠিক ভাড়ার ধারণা নেন। সম্ভব হলে রাইড-শেয়ারিং অ্যাপ ব্যবহার করুন।

Advertisement

ছবি তুলতে টাকা দাবি

কিছু পর্যটন এলাকায় বিশেষ পোশাক পরা লোক বা প্রাণী নিয়ে দাঁড়ানো ফটোগ্রাফাররা আগে আপনাকে ছবি তুলতে বলেন, পরে হঠাৎ করেই টাকা দাবি করেন। তাই ছবি তোলার আগে স্পষ্টভাবে জেনে নিন এটি বিনা মূল্যে নাকি চার্জ প্রযোজ্য।

হোটেল বুকিং প্রতারণা

অনলাইনে বুকিং করার পর দেখা গেলো হোটেলটি নেই বা ছবিতে যা দেখা গেছে বাস্তবে তা একেবারেই ভিন্ন। তাই ঝামেলা এড়াতে হোটেলের অফিসিয়াল ওয়েবসাইট বা স্বনামধন্য বুকিং প্ল্যাটফর্ম ব্যবহার করুন। রিভিউ ও রেটিং অবশ্যই চেক করুন। পেমেন্টের ক্ষেত্রে ‘অ্যাডভান্স ফুল পেমেন্ট’ এড়িয়ে চলুন, যদি না সেটি ভেরিফায়েড হয়।

আরও পড়ুন

ঝামেলাহীন প্লেন ভ্রমণের ৭ গুরুত্বপূর্ণ টিপস কখনো গিয়েছেন উৎমা ছড়ায়? ভুয়া জরুরি পরিস্থিতি তৈরি

কিছু প্রতারক হঠাৎ করে আপনাকে বলবে, ‘আপনার গাড়ি বা ব্যাগ চেক করতে হবে’ বা ‘আপনার ডকুমেন্ট ঠিক নেই, আমাদের দেখাতে হবে।’ এভাবে তারা ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করবে। তবে ঘাবড়ে না গিয়ে নিজেকে আত্মবিশ্বাসী রাখুন। অফিসিয়াল আইডি ব্যাজ ছাড়া কারও কাছে কোনো নথি দেখাবেন না। প্রয়োজনে স্থানীয় পুলিশ বা পর্যটন পুলিশকে জানান।

Advertisement

ফ্রি গিফট বা অফারের ফাঁদ

কেউ হয়তো আপনার হাতে একটি ব্রেসলেট পরিয়ে দিলো বা ছোট কোনো ‘উপহার’ দিলো। পরে সেটির জন্য জোর করে টাকা দাবি করলো। এটি অনেক পর্যটন এলাকায় ঘটে। সুতরাং অপরিচিত কারও কাছ থেকে বিনা কারণে কিছু গ্রহণ করবেন না।

অতিরিক্ত বিল বা হিডেন চার্জ

রেস্টুরেন্ট বা দোকানে বিলের সাথে অজানা সার্ভিস চার্জ বা ভ্যাট যুক্ত করে বেশি দাম নেওয়া হয়। সেজন্য অর্ডার দেওয়ার আগে দাম ও চার্জ সম্পর্কে জেনে নিন এবং বিল চেক করে পেমেন্ট করুন।

অনলাইন ট্রাভেল স্ক্যাম

ফেসবুক বা অনলাইনে ‘অবিশ্বাস্য সস্তা প্যাকেজ’ দিয়ে অনেক সময় ট্যুরিস্টদের আকৃষ্ট করা হয়। কিন্তু টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এসব প্রতারণায় না পড়তে অনলাইনে প্যাকেজ বুক করার আগে কোম্পানির লাইসেন্স, আগের কাস্টমার রিভিউ, অফিসিয়াল যোগাযোগ ঠিকানা যাচাই করুন।

ভ্রমণ আনন্দের জন্য, ঝামেলার জন্য নয়। কিছুটা গবেষণা, সঠিক পরিকল্পনা এবং সচেতন আচরণ আপনাকে ট্রাভেল স্ক্যাম ও প্রতারণা থেকে অনেকটাই রক্ষা করবে। মনে রাখবেন, অপরিচিত জায়গায় সতর্কতা মানে ভয় নয়; এটি আপনার ভ্রমণকে আরও নিরাপদ ও উপভোগ্য করে তুলবে।

এসইউ/এমএস