পিৎজার নাম শুনলেই ছোট-বড় সবার জিভে পানি চলে আসে। মুখরোচক এই খাবারের খ্যাতি পুরো বিশ্বজুড়েই। সাধারণত বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা পিৎজা হাউজ থেকেই কিনে খাওয়া হয় এই লোভনীয় খাবার। তবে কম সময়ে ও অল্প উপকরণে যদি পিৎজা তৈরি করতে চান তাহলে আটার রুটি দিয়ে পিৎজা করতে পারেন।
Advertisement
বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে পিৎজা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। আসুন জেনে নেওয়া যাক রুটি দিয়ে কীভাবে পিৎজা তৈরি করবেন -
উপকরণ১. আটার রুটি ২টি২.ক্যাপসিকাম ১টি৩. পেঁয়াজ ১টি৪. বোনলেস চিকেন ১ কাপ৫. টমেটো ১ টি৬. লবণ স্বাদমতো৭. চিলি ফ্লেক্স ১ চা চামচ৮. মোজারেলা চিজ প্রয়োজনমতো৯. অরিগানো ১ চা চামচ
প্রস্তুত প্রণালিকড়াইয়ে তেল গরম করে তাতে লবণ দিয়ে চিকেন ভাজুন। চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তাতে পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে হালকা ভেজে নিন। এরপর চিলি ফ্লেক্স ও অরিগানো মিশিয়ে ভাজুন। মোজারেলা চিজ গ্রেট করে আলাদা রেখে দিন।
Advertisement
আরেকটি প্যানে মিহি করা রসুন ও পেঁয়াজ গরম তেলে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। এতে টোমেটো পিউরি, চিনি ও ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে পিৎজা সস বানিয়ে নিন।
এরপর পিৎজা সস রুটির উপর ভালো করে লাগিয়ে নিন। তারপর চিকন এবং চিজ দিয়ে রুটি ঢেকে দিন। এর ওপরে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিন। অরিগানো এবং চিলি ফ্লেক্স দিন। একটি প্যানে তেল গরম করে রুটি পিৎজাটি দিন। মাঝারি আঁচে ঢেকে ৫-৭ মিনিট অথবা চিজ গলে না যাওয়া পর্যন্ত ভাজুন। হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন মজাদার রুটি পিৎজা।
আরও পড়ুন
বন্ধু দিবসে বানাতে পারেন মেক্সিকান টাকোস কাঁচের মতো স্বচ্ছ মোমো বানাবেন যেভাবেএসএকেওয়াই/কেএসকে/এমএস
Advertisement