সাহিত্য

আমার অপরূপ গাঁয়

এই ছবি শুধু ছবি নয়এ এক দৃশ্যকাব্য!বাতাসে বয় অনুরণন!এ আবৃত্তি অনুভব্য!

Advertisement

শেষ বিকেলে জগলু নিরালেযমনাই খালের ঢালে;কচি কোমল মখমলে অমলসবুজ ঘাসের কোলে।

যমনাইর জল একেবারে তলকচুরিপানায় ছাওয়া;সবুজে সবুজে মিলে একাকারযমনাই খালই হাওয়া।

শ্যামলা গাঁয়ের শেষ সীমানাযেন স্বর্গীয় স্বপ্নপুর!পেছনে অদূরে সেতু আদুরেদৃশ্য বলে গোপালপুর!

Advertisement

আরও পেছনে শান্ত মেঘনা চারদিকে ফসলের মাঠ!দূরে যতদূর চোখ যায় সুদূরশুধু রবিশস্যের ঠাট!

সরিষা, মটর, কলাই, ধনিয়াকী যে বাহারি ফুল!মনোহর দৃশ্য স্বর্গীয় সুদৃশ্যহৃদয়টা হুলস্থূল!

নীরব-নিস্তব্ধ, শান্ত-স্নিগ্ধঅনন্য-সুন্দর বিকাল।ধূপছায়ায় প্রকৃতির মায়ায়হৃদয় উথাল-পাথাল।

বিদায়ী সূর্য হেসে বলেশোন হে, শহুরে বাবু!এমন বিকেল কোথায় মেলে?দেখেছো কোথাও কভু?

Advertisement

এ মাটির তুল্য বলাবাহুল্য এ মাটি অতি কুলীন!বিশ্ব চুষে এ মাটিতে এসেহেসে হবো বিলীন।

এসইউ/এমএস