দুর্নীতিবিরোধী আন্দোলন ও সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। ৯ সেপ্টেম্বর তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে নেপালি সচিবালয়। এ খবর ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অনেকেই। তারা জানতে চাইছেন এরপর কে পদত্যাগ করবেন?
Advertisement
জুলকারনাইন সায়ের লিখেছেন, ‘সাধারণ জনতা ও ছাত্রদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে কাঠমান্ডু থেকে সেনা হেলিকপ্টারে পালিয়ে গেলেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি ওলি।’
মতিউর রহমান খান শিমুল লিখেছেন, ‘শ্রীলংকা, বাংলাদেশ, নেপাল! পরবর্তী লক্ষ্য কি তাহলে মোদির ভারত?’
সাইয়েদ জামিল লিখেছেন, ‘গণ-অভ্যুত্থানের মুখে এবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে হেলিকপ্টারে পালিয়ে গেছেন। হাসিনার পর কেপি শর্মা; এরপর কে?—মোদি?’
Advertisement
রবিউল কমল লিখেছেন, ‘পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী অলি। তিনিও কি ভারতে আশ্রয় নিবেন?’
আসমা সুলতানা শাপলা লিখেছেন, ‘আচ্ছা, এইসব কেমনে হয়! একইভাবে সব পলায়... আমি বুঝতেছি না, হাউ কাম। আমারে কেউ বুঝান। আল্লাহ কি সবডিরে এক লাইনে খাঁড়া রাখছেন, না কি!’
খাইরুল বাবুই লিখেছেন, ‘উক্তি: শর্মা অলি নাই, শর্মা অলি পালিয়ে গেছে... শর্মা অলি পা–লা–য় না–আ–আ...!/ খবর: সেনাবাহিনীর হেলিকপ্টারে করে পালালেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।’
এমরান মাহফুজ লিখেছেন, ‘নেপালের প্রধানমন্ত্রী হাসিনার মতো বিদায়। তারপর কে?’
Advertisement
এসইউ/এএসএম