গহীন বনের ব্যাঘ্র মশাইহৃষ্টপুষ্ট দেহ,দেখলে তার হিংস্র বদনভয় পায় যে-কেহ।
Advertisement
সিংহ মশাই বনের রাজা এটা সবাই জানে, ব্যাঘ্র এসব ধার ধারে নাঅহংকারের টানে।
লতা-পাতা খায় না ব্যাঘ্রআদতে মাংসাশী,নিরীহ প্রাণী না জুটলেই হয়ে ওঠে আগ্রাসী।
একবার সে সারাবেলায় ঘুরে ফিরে বনে,নিরীহ প্রাণ পায় না খুঁজে টান পড়ে ভোজনে।
Advertisement
ব্যাঘ্র অনেক খুঁজে ফিরে পায় না খাদ্যকণা,সইতে নারি ক্ষুধার জ্বালা ঘাস খায় আনমনা।
তাই না দেখে বানরছানাতিড়িংবিড়িং নাচে, ভেংচি কেটে বলে এবার‘বলবো সবার কাছে’।
ব্যাঘ্র যখন শিকার খোঁজেবনের মাঝে ঘুরে, প্রাণের ভয়ে লুকায় সবেবানর গায় বেসুরে।
বিড়াল শ্রেণির ব্যাঘ্র ভয়েকরে না আর হানা,এই সুযোগে বাঘের ঘাড়েনাচে বানরছানা।
Advertisement
হিংস্র দানব ব্যাঘ্র এখনপড়েছে দোটানায়,বানরছানার আস্ফালন কেমনে রোখা যায়।
শৌর্যে বীর্যে সিংহ রাজাজানবে যখন শেষে,ধুলায় মিশবে গর্জন সব কাঁদবে অবশেষে।
থাকবে না আজীবন এইমিথ্যে অহংকার,বলছি তাই দিয়ো না আর অযথা হুংকার।
এসইউ/এএসএম