তথ্যপ্রযুক্তি

নতুন রূপে ভেন্যু ফেসলিফ্ট আনছে হুন্দাই

জনপ্রিয় গাড়ি সংস্থা হুন্দাই নতুন গাড়ির পাশাপাশি পুরোনো গাড়িগুলো নতুনভাবে বাজারে আনছে। কিছুদিন আগেই নতুন রূপে ক্রেটা ফেসলিফ্ট এনেছে বাজারে, যা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে গ্রাহকদের। এজন্যই বোধহয় সংস্থা ভেন্যুর নতুন গাড়ি বাজারে আনার সাহস করেছে।

Advertisement

বর্তমানে সংস্থার জনপ্রিয় কমপ্যাক্ট এসইউভি ভেন্যুর নতুন সংস্করণ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। নতুন হুন্দাই ভেন্যু ২০২৫ কেবল ডিজাইনেই নয়, প্রযুক্তি ও আরামের দিক থেকেও উল্লেখযোগ্য আপডেট থাকবে। এটি এখন আরও প্রিমিয়াম, হাই-টেক ও কানেকটেড এসইউভি হিসেবে স্থান পাবে।

নতুন হুন্দাই ভেন্যু ২০২৫-এর সবচেয়ে বড় পরিবর্তন হবে এর কেবিনে। এতে এখন ব্লুলিঙ্ক কানেক্ট, ভয়েস অ্য়াসিস্ট ও ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো/অ্যাপল কারপ্লে সাপোর্ট সহ একটি সম্পূর্ণ নতুন ১০.২৫-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। এতে ক্রেটা ও এক্সসিইটি-তে দেখা একটির মতো একটি বড় ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারও থাকবে।

এতে সাধারণত কেবল বৃহত্তর প্রিমিয়াম এসইউভি গুলোতে পাওয়া যায়, এমন বেশ কয়েকটি বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকবে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো, এই নতুন গাড়িতে লেভেল ২ এডিএএস (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম), যার মধ্যে স্বয়ংক্রিয় ব্রেকিং, লেন-কিপ অ্যাসিস্ট, সামনের সংঘর্ষের সতর্কতা এবং ব্লাইন্ড-স্পট মনিটরিংয়ের মতো সুরক্ষা বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকবে।

Advertisement

এছাড়া এতে অটো-হোল্ড সহ একটি বৈদ্যুতিক পার্কিং ব্রেক, একটি ৩৬০-ডিগ্রি ক্যামেরা, সামনের পার্কিং সেন্সর, ওয়্যারলেস চার্জিং এবং দ্রুত চার্জিং ইউএসবি-সি পোর্টের মতো বৈশিষ্ট্যগুলো থাকবে। ক্লাইমেট কন্ট্রোল ও একটি নতুন লেআউট পাওয়া যাবে। এর সেরা ভেরিয়েন্টগুলোতে একটি প্যানোরামিক সানরুফ পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সব বৈশিষ্ট্যগুলোর সঙ্গে ভেন্যু এখন আরও টেক-লোডেড, স্মার্ট ড্রাইভিং অভিজ্ঞতা দেবে।

এটি বর্তমান মডেলের মতো একই তিনটি ইঞ্জিন বিকল্পের সঙ্গে অফার করা হবে: একটি ১.২-লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন (৮৩এইচপি, ১১৪এনএম), একটি ১.০-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন (১২০এইচপি, ১৭২এনএম), এবং একটি ১.৫-লিটার ডিজেল ইঞ্জিন (১১৬এইচপি, ২৫০এনএম)।

ট্রান্সমিশন বিকল্পগুলোর মধ্যে থাকবে একটি ৫-স্পিড ম্যানুয়াল, একটি ৬-স্পিড আইএমটি এবং একটি ৭-স্পিড ডিসিটি স্বয়ংক্রিয় গিয়ারবক্স। এই ইঞ্জিন সেটআপগুলো শহরের ট্র্যাফিক রাইডিং থেকে শুরু করে হাইওয়ে ক্রুজিং পর্যন্ত মসৃণ এবং দক্ষ কর্মক্ষমতা প্রদান করবে।

গাড়ির বাইরের নকশায়ও কিছু আকর্ষণীয় পরিবর্তন আনা হবে। এসইউভিটিকে আরও সাহসী এবং আধুনিক করার জন্য এতে একটি নতুন প্যারামেট্রিক গ্রিল, শার্প এলইডি ডিআরএল, একটি নতুন অ্যালয় হুইল ডিজাইন ওএলইডি-যুক্ত টেল ল্যাম্প থাকবে। কোম্পানি শিগগির ভারতে এটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুনপুরোনো গাড়ি কিনে জিততে চাইলে খেয়াল রাখুন ৩ বিষয়বর্ষায় গাড়িতে দুর্গন্ধ হলে যা করবেন

সূত্র: হুন্দাই, কার ওয়ালা

কেএসকে/জেআইএম