সাহিত্য

রবিন ইসলামের কবিতা: ফিলিস্তিনের ফুল

বোমার শব্দে ওরা ঘুম পাড়ায় পুতুল,চোখের পাতায় লেগে থাকে ধুলো, ধোঁয়া আর আগুন।বুকের ভেতর জমে থাকা কান্নাফেটে যায় না—কারণ কান্নারও আজ দাম নেই।

Advertisement

একমুঠো ভাত নয়,ওরা চায় এক টুকরো আকাশ,যেখানে মা হাত বাড়ালেঝরে পড়বে না মৃত্যুর গোলা।

ওরা জানে না, ফুল কাকে বলে,তবু রক্তে রাঙানো হাত বাড়িয়েআঁকতে চায় রংধনু।

আমরা দূর থেকে দেখি,ওরা মাটিতে শুয়ে আছে—ভেবো না মৃত,ওরা এখনো বেঁচে আছেআমাদের বিবেকের কফিনে।

Advertisement

ওরা ফুল—আমাদের ফিলিস্তিনের ফুল।

কবি: শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।

এসইউ/এমএস

Advertisement