প্রকাশিত হলো কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক এমরান কবিরের পঞ্চম কাব্যগ্রন্থ ‘বৃষ্টি: মনোমুগ্ধকর খুনি।’ বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা অনুপ্রাণন। এটি লেখকের এগারোতম বই। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মুদ্রিত মূল্য ২১০ টাকা।
Advertisement
একটি গদ্য, কিছু কবিতা আর একটি দীর্ঘ কবিতা (যার চরণ সংখ্যা প্রায় চারশ) দিয়ে সমন্বিত হয়েছে এর অবয়ব। তবে বইটির বিশেষত্ব হলো—এর প্রতিটি কবিতা বৃষ্টি ও বৃষ্টিবিষয়ক অনুষঙ্গ নিয়ে রচিত। গদ্যটিও।
খণ্ডকবিতাগুলো প্রেমের হলেও এর ভেতরে রয়েছে বৃষ্টিকে অনুভব করার বৈচিত্র্যময় অনুষঙ্গ। রয়েছে রহস্য আর অপরূপ হাহাকারের কথা। মিষ্টি মিষ্টি কষ্ট আর নর-নারীর প্রেম, কাম ও একান্ত অনুভবের কথাও।
আরও পড়ুনতানভীর সিকদারের ‘আল্লাহর প্রেমে হোক হৃদয় রঙিন’প্রকাশিত হলো অলোক আচার্যের ‘চৈত্রের আকাশ নিঃসঙ্গ ছিল’
Advertisement
আমরা জানি, বৃষ্টি আমাদের এ অঞ্চলের কৃষি, সভ্যতা ও সংস্কৃতির কতটা জুড়ে আছে। দীর্ঘ কবিতাটিতে তা উঠে এসেছে দারুণভাবে। কবিতাটিতে আছে অদ্ভুত আত্মগীতি। আছে মায়া ও মোহনার কথা, নরম মাটি ও কৃষাণ-কৃষাণীর নরম হৃদয়ের কথা। আছে ধান ও গানের কথা। উৎপাদন আর জেগে ওঠার কথাও। আছে অপরূপ সম্ভাবনার কথা।
সব মিলিয়ে বৃষ্টির সাথে আমাদের রোমান্টিকতা আর চিরায়ত বাংলার সম্বন্ধসূত্র উঠে এসেছে। যার সঙ্গে নিবিড়ভাবে জড়িত আছে আমাদের কৃষি, কৃষ্টি, সভ্যতা, সংগ্রাম, প্রেম, কাম আর আর্থসামাজিক অবস্থা।
এসইউ/এএসএম
Advertisement