বিবিধ

ছুটি রিসোর্টের বর্ণিল সাংস্কৃতিক আয়োজন ও মিলনমেলা

১৪ বছর পূর্তি উপলক্ষ্যে ছুটি রিসোর্ট গাজীপুরে গতকাল শুক্রবার দিনব্যাপী আয়োজন করা হয় এক বর্ণিল ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনের শুরুতে এক অনাড়ম্বর মিলাদ মাহফিলের মাধ্যমে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। বিকেলে অনুষ্ঠানের মূল পর্বে লোকসংগীতের সুরেলা মূর্ছনায় মুখরিত হয় পুরো প্রাঙ্গণ। দেশসেরা শিল্পীদের পরিবেশনায়, বিশেষত গুণী শিল্পী বগা তালেব এবং কানিজ খন্দকার মিতুর সুরেলা গানে সন্ধ্যা হয়ে ওঠে আরও প্রাণবন্ত। এই মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

Advertisement

এছাড়াও, দীর্ঘদিনের কর্মজীবনের মাধ্যমে ছুটির সাফল্যে যারা অবিচ্ছেদ্য ভূমিকা রেখেছেন, সেইসব নিবেদিতপ্রাণ কর্মীদের এই বিশেষ দিনে সম্মাননা জানানো হয়। এই সৌহার্দ্যময় ও পারিবারিক পরিবেশে ছুটির বিগত ১৪ বছরের পথচলার গল্প, স্মৃতিচারণ ও ভবিষ্যতের স্বপ্ন তুলে ধরা হয়। দিনের সমাপ্তি ঘটে এক সুস্বাদু গালা ডিনারের মাধ্যমে, যেখানে ছুটি পরিবারের সদস্য, অতিথি এবং শুভানুধ্যায়ীরা একসাথে মিলিত হন।

বাংলাদেশের হসপিটালিটি শিল্পে এক অনন্য নাম ‘ছুটি’, যা আজ গর্বের সাথে উদ্‌যাপন করছে তার প্রতিষ্ঠার ১৪ বছরের গৌরবময় পথচলা। ২০১২ সালের ১২ ডিসেম্বর চার স্বপ্নদর্শী বন্ধুর হাত ধরে যে স্বপ্নের বীজ বপন হয়েছিল, তা আজ মহীরুহে পরিণত হয়েছে। এই অনুপ্রেরণাময় যাত্রাপথে তৈরি হয়েছে অতিথি, সুহৃদ, শুভানুধ্যায়ী এবং পুরো ছুটি পরিবারের অবিচল আস্থা, সহযোগিতা ও অকৃত্রিম ভালোবাসার ভিত্তির উপর।

অগ্রযাত্রার এই সন্ধিক্ষণে ছুটি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করছে— অতিথিদের জন্য আরও উন্নত সেবা, স্মরণীয় অভিজ্ঞতা এবং জীবনের সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার। বাংলাদেশের পর্যটন শিল্পের উজ্জ্বল ও সবুজ ভবিষ্যৎ গঠনে ছুটি পরিবার সকলের ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করে।

Advertisement

এই বিশেষ দিনে ছুটি পরিবার তাদের অংশীজন, বিনিয়োগকারী, সম্মানিত অতিথি, সংবাদকর্মী, সহকর্মী ও সহযোগীদের জানাচ্ছে গভীর আন্তরিক কৃতজ্ঞতা এবং উষ্ণ শুভেচ্ছা।

এইচআর/জেআইএম