প্রবাস

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপির স্মরণসভা ও দোয়া

বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। গত সোমবার (৫ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও অঙ্গ, সহযোগী সংগঠন নিউইয়র্কে এ স্মরণসভার আয়োজন করে। এতে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া করেন যুক্তরাষ্ট্রে বসবাসরত দলটির নেতাকর্মীরা।

Advertisement

স্মরণসভায় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বলেন, দেশের জন্য আন্দোলন সংগ্রাম আর ত্যাগ স্বীকার করেছেন খালেদা জিয়া। তার মৃত্যুতে গোটা বিশ্বের মানুষের বিপুল অংশগ্রহণে এমন জানাজা পৃথিবীতে বিরল।

আরও পড়ুনখালেদা জিয়ার সমাধিতে ইউট্যাবের শ্রদ্ধাযে কোনো সময় খুন হতে পারেন বলে আশঙ্কার কথা জানিয়েছিলেন মোসাব্বির

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। তিনি বলেন, মৃত্যুর পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে সম্মান পেয়েছেন তা ইতিহাস রচনা করেছে। আন্দোলন-সংগ্রামে কখনো পিছু হটেননি তিনি। সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়ে দল ও দেশকে এগিয়ে নিয়েছেন। দেশের জন্য তার যে ত্যাগ- জাতি তা মূল্যায়ন করেছে।

Advertisement

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আখতার হোসেন বাদল, কাজী সাখাওয়াত হোসেন আজম, মোশারফ হোসেন সাবুল, বাসেত রহমান, সাদিল হোসেন, আলী ইমাম সৈকত, সালেহ চৌধুরী, আজহারুল মিলন, ফরহাদ খোকন, চেয়ারম্যান হারুণ, মাসুদ হোসেন প্রমুখ।

এমওএস/কেএসআর/জেআইএম