প্রবাস

লন্ডনে কবুতরকে খাবার দেওয়ায় নারীকে ১০০ পাউন্ড জরিমানা

লন্ডনে কবুতরকে খাবার খাওয়ানোর অভিযোগে এক নারীকে ১০০ পাউন্ড জরিমানা করার ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে লন্ডনের হারো এলাকার উইলস্টোন হাই স্ট্রিটে এ ঘটনা ঘটে।

Advertisement

পথচারীর ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, হারো এলাকায় এক নারীকে একদল পুলিশ সদস্য ও কাউন্সিলের এনফোর্সমেন্ট কর্মীরা ঘিরে ধরে আটক করছেন। ভিডিওতে নারীটিকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দেখা যায়। ঘটনাস্থলে অন্তত ছয়জন পুলিশ কর্মকর্তা এবং দুজন কাউন্সিল এনফোর্সমেন্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে ওই নারীকে দেওয়া নোটিশে জানানো হয়, তিনি হারোর টাউন ও ডিস্ট্রিক্ট সেন্টারগুলোতে প্রযোজ্য ‘পাবলিক স্পেসেস প্রোটেকশন অর্ডার’ লঙ্ঘন করেছেন। এই আদেশ অনুযায়ী নির্দিষ্ট এলাকায় কবুতরসহ পাখিকে খাবার দেওয়া নিষিদ্ধ।

ভিডিওতে আরও দেখা যায়, পুলিশ সদস্যরা নারীর পকেট তল্লাশি করছেন এবং ঘটনাটি ধারণকারী এক ব্যক্তি বারবার পুলিশকে এই আটকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন।

Advertisement

আটকের সময় নারীর ব্যক্তিগত জিনিসপত্র জব্দ করে একটি প্লাস্টিক ব্যাগে রাখা হয়, যদিও পরে সেগুলো তাকে ফেরত দেওয়া হয়। পরিচয় প্রকাশ না করা ওই নারীকে কিছু সময়ের জন্য একটি পুলিশ ভ্যানে তোলা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

এমআরএম/জেআইএম