তথ্যপ্রযুক্তি

জি-মেইল অ্যাপে একাধিক অ্যাকাউন্ট যোগ করবেন যেভাবে

বর্তমানে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগে ই-মেইল ব্যবহারের পরিমাণ দ্রুত বাড়ছে। একাধিক ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের কারণে অনেকেই আলাদা অ্যাপ বা ডিভাইসের ঝামেলায় পড়েন। তবে এই সমস্যার সহজ সমাধান দিয়েছে গুগলের জনপ্রিয় ই-মেইল সেবা জি-মেইল।

Advertisement

অ্যান্ড্রয়েড, আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা জি-মেইল অ্যাপে একসঙ্গে সর্বোচ্চ পাঁচটি ই-মেইল অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। এতে গুগলের নিজস্ব জি-মেইলের পাশাপাশি আউটলুক, আইক্লাউড ও ইয়াহুর মতো থার্ড-পার্টি ইমেইল সেবাও অন্তর্ভুক্ত করা যায়।

জি-মেইল অ্যাপে সর্বোচ্চ পাঁচটি ই-মেইল অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। দ্বিতীয় গুগল অ্যাকাউন্ট বা পরিচিত কোনো ই-মেইল সেবা যুক্ত করতে জিমেইল অ্যাপে রয়েছে স্বয়ংক্রিয় সেটআপ সুবিধা। গুগল ও জনপ্রিয় থার্ড-পার্টি অ্যাকাউন্ট যুক্ত করার জন্য-

১. জি-মেইল অ্যাপ খুলে উপরের ডান পাশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।২. অ্যাড এনাদার অ্যাকাউন্ট অপশন নির্বাচন করতে হবে।৩. জি-মেইলের জন্য ‘গুগল’ অথবা আউটলুক, আইক্লাউড, ইয়াহু-যেকোনো একটি সেবা বেছে নিতে হবে।

Advertisement

নির্দেশনা অনুসরণ করে সাইন ইন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের ধাপ সম্পন্ন করতে হবে। তালিকাভুক্ত নয় এমন ইমেইলের জন্য ম্যানুয়াল সেটআপ। যেসব ই-মেইল সেবা স্বয়ংক্রিয় তালিকায় নেই, সেগুলোর জন্য জি-মেইলে রয়েছে আইএমএপি ম্যানুয়াল সেটআপ সুবিধা। এক্ষেত্রে-

১. ‘অ্যাড এনাদার অ্যাকাউন্ট’ থেকে ‘আদার’ নির্বাচন করতে হবে।২. ই-মেইল ঠিকানা দিয়ে ‘পার্সোনাল (আইএমএপি)’ অপশন বেছে নিতে হবে।

সংশ্লিষ্ট ই-মেইল সার্ভারের তথ্য (সার্ভার ঠিকানা, পোর্ট ও নিরাপত্তা সেটিংস) প্রদান করতে হবে। একসঙ্গে সব ইনবক্স দেখার সুবিধা। জি-মেইল অ্যাপের অন্যতম কার্যকর ফিচার হলো ‘অল ইনবক্স’। অ্যাপের বাম পাশের মেনুতে গিয়ে এই অপশন নির্বাচন করলে যুক্ত সব অ্যাকাউন্টের ই-মেইল এক জায়গায় দেখা যাবে। এতে বারবার প্রোফাইল পরিবর্তনের প্রয়োজন পড়ে না।

অ্যাকাউন্ট মুছে ফেলবেন যেভাবে-১. যে ই-মেইল অ্যাকাউন্ট আর ব্যবহার করা হচ্ছে না, সেটি সরাতে২. প্রোফাইল আইকনে ট্যাপ করে ‘ম্যানেজ অ্যাকাউন্টস অন দিজ ডিভাইস’ অপশনে যেতে হবে।৩. নির্দিষ্ট অ্যাকাউন্ট নির্বাচন করে ‘রিমুভ’ অপশনে নিশ্চিত করতে হবে।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, জি-মেইলের এই সুবিধা ব্যবহার করে স্মার্টফোনেই ব্যক্তিগত ও অফিসিয়াল যোগাযোগ আরও সহজ, দ্রুত ও গোছানোভাবে পরিচালনা করা সম্ভব।

আরও পড়ুনগুগল ক্যালেন্ডার ব্যবহারেও হ্যাকারের ফাঁদে পড়তে পারেনঅ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগলের নতুন ৫ ফিচার

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শাহজালাল/কেএসকে