তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে যা করবেন

 

বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ছবি, ভিডিও, মতামত সবকিছুই এখন এক ক্লিকে শেয়ার হচ্ছে। তবে এই সুবিধার পাশাপাশি বাড়ছে ব্যক্তিগত তথ্য ফাঁস, হ্যাকিং ও সাইবার অপরাধের ঝুঁকিও।

Advertisement

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রাম। সম্প্রতি ইনস্টাগ্রামের ১.৭৫ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে। ব্যবহারকারীদের নাম, ইউজারনেম, ফোন নম্বর, ই-মেইল আইডি-সহ বিভিন্ন তথ্য ফাঁস করা হয়েছে হ্যাকারদের ‘বিচরণক্ষেত্র’ ডার্ক ওয়েবে। এমনটাই দাবি করল সাইবার সিকিওরিটি সংস্থা ‘মালঅয়্যারবাইট’। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা প্রায়ই অজান্তেই নিজেদের তথ্য উন্মুক্ত করে ফেলেন। তাই নিরাপদ থাকতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি।

১. অ্যাকাউন্ট প্রাইভেট করুনইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক থাকলে যে কোনো মানুষ আপনার পোস্ট, স্টোরি ও প্রোফাইলের তথ্য দেখতে পারে। এতে ব্যক্তিগত ছবি ও তথ্য সহজেই অপব্যবহার হওয়ার ঝুঁকি থাকে। তাই নিজের অ্যাকাউন্ট অবশ্যই প্রাইভেট করে রাখা উচিত। অ্যাকাউন্ট প্রাইভেট করলে কেবল যাদের আপনি অনুমতি দেবেন, তারাই আপনার কনটেন্ট দেখতে পারবে। এতে অচেনা বা সন্দেহজনক ব্যক্তিদের নজরদারি থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায়।

২. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুনদুর্বল বা সহজ পাসওয়ার্ড ব্যবহার করা মানেই নিজের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দরজা খুলে দেওয়া। অনেকেই জন্ম তারিখ, মোবাইল নম্বর বা নিজের নাম দিয়ে পাসওয়ার্ড সেট করেন, যা হ্যাকাররা সহজেই অনুমান করতে পারে। তাই পাসওয়ার্ডে বড় হাতের ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের সমন্বয় রাখা জরুরি। একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ।

Advertisement

৩. টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুনটু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকলে শুধু পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্টে ঢোকা যায় না, বরং আপনার ফোনে পাঠানো একটি গোপন কোডও দিতে হয়। এতে কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনেও ফেলে, তবুও আপনার ফোন ছাড়া অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। এটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সুরক্ষার অন্যতম কার্যকর উপায়।

৪. সন্দেহজনক লিংক ও মেসেজ এড়িয়ে চলুনঅনেক সময় ইনস্টাগ্রামে ভুয়া লিংক পাঠিয়ে বলা হয় অ্যাকাউন্ট ভেরিফাই করতে বা পুরস্কার পেতে সেখানে ক্লিক করতে। এগুলো সাধারণত ফিশিং লিংক, যা ক্লিক করলেই আপনার লগইন তথ্য চুরি হয়ে যেতে পারে। ইনস্টাগ্রাম কখনোই মেসেজে লগইন লিংক পাঠায় না, তাই এ ধরনের মেসেজ দেখলেই সতর্ক হতে হবে।

৫. লোকেশন ও ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন নাস্টোরি বা পোস্টে বাসার ঠিকানা, স্কুল, অফিসের নাম কিংবা লাইভ লোকেশন শেয়ার করলে অপরিচিত ব্যক্তিরা সহজেই আপনাকে শনাক্ত করতে পারে। এতে চুরি, স্টকিং বা অন্যান্য অপরাধের ঝুঁকি বাড়ে। তাই নিজের নিরাপত্তার স্বার্থে এসব সংবেদনশীল তথ্য প্রকাশ না করাই বুদ্ধিমানের কাজ।

৬. অচেনা ফলোয়ার ও অ্যাপ অনুমতি চেক করুননিয়মিত দেখে নেওয়া উচিত কে কে আপনাকে ফলো করছে এবং কোন কোন থার্ড-পার্টি অ্যাপ আপনার অ্যাকাউন্টে প্রবেশাধিকার পেয়েছে। অনেক সময় অচেনা বা সন্দেহজনক অ্যাপ আপনার তথ্য সংগ্রহ করতে পারে। প্রয়োজন নেই এমন অ্যাপ ও অজানা ফলোয়ারদের সরিয়ে দিলে অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকে।

Advertisement

৭. পুরোনো পোস্ট ও স্টোরি রিভিউ করুনআগে দেওয়া কোনো পোস্ট বা স্টোরিতে হয়তো এমন তথ্য আছে, যা এখন আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই মাঝে মাঝে পুরোনো কনটেন্ট দেখে প্রয়োজন হলে সেগুলো ডিলিট বা আর্কাইভ করে রাখা উচিত। এতে ব্যক্তিগত তথ্য অনাকাঙ্ক্ষিতভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা কমে যায়।

৮. ফেক প্রোফাইল ও রিপোর্টিং ব্যবহার করুনকেউ যদি নকল আইডি খুলে আপনাকে বিরক্ত করে বা আপনার ছবি ব্যবহার করে প্রতারণা করে, তাহলে তা ইনস্টাগ্রামে রিপোর্ট করা উচিত। পাশাপাশি সেই অ্যাকাউন্ট ব্লক করলে তারা আর আপনাকে যোগাযোগ করতে পারবে না। ইনস্টাগ্রামের রিপোর্টিং ব্যবস্থা ব্যবহার করে নিজের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা যায়।

আরও পড়ুনইনস্টাগ্রামে আসছে নতুন এআই ফিচার, যেসব সুবিধা পাবেনইনস্টাগ্রামে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হলো কি না জানবেন যেভাবে

কেএসকে