দেশজুড়ে

চাঁদা দাবির অভিযোগে বৈছাআর বহিষ্কৃত নেতাসহ আটক ৩

হবিগঞ্জে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোললের জেলা শাখার বহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

Advertisement

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শহরের চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এনামুল হক সাকিব শহরতলীর উমেদনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে। আটক অন্যরা হলেন- উমেদনগর গ্রামের পুরান হাটির শাহ আলমের ছেলে মো. শিহাব আহমেদ ও নসরতপুরের আব্দুল কাইয়ূমের ছেলে মো. মোশারফ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া করা হবে।

Advertisement

জানা গেছে, সাকিব ও তার দুই সহযোগী চৌধুরীবাজার এলাকার মদিনা ট্রেডার্সে গিয়ে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ জামাল মিয়ার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে রাত ১২টার দিকে সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ক্যাম্পের একটি দল গিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএন/এমএস