তথ্যপ্রযুক্তি

ফোনের স্ক্রিন মাঝে মাঝেই সাদা-কালো হচ্ছে, যা করবেন

হঠাৎ করে স্মার্টফোন ধীর গতিতে কাজ করছে? মাঝে মাঝেই স্ক্রিন কালো বা সাদা হয়ে যাচ্ছে? এই ধরনের সমস্যায় পড়লে আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিছু সহজ অভ্যাস আর নিয়ম মেনে চললেই ফোনের পারফরম্যান্স অনেকটাই ভালো রাখা সম্ভব। জেনে নিন কী করবেন-

Advertisement

১. অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন। ফোনে বেশি অ্যাপ থাকলে পারফরম্যান্স কমে যায়। যেগুলো নিয়মিত ব্যবহার করেন না, সেগুলো ডিলিট করে দিন।

২. দরকারি অ্যাপ আপডেট রাখুন। যে অ্যাপগুলো প্রতিদিন ব্যবহার করেন, সেগুলো নিয়মিত আপডেট করুন। এতে বাগ কমে এবং ফোন স্লো হওয়ার সম্ভাবনাও কমে।

৩. ফোনের সফটওয়্যার আপডেট করুন। স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আপডেটেড রাখলে ফোনের গতি ও নিরাপত্তা দুটোই বাড়ে।

Advertisement

৪. মেমোরি খালি রাখুন। ফোন হ্যাং করার অন্যতম কারণ হলো স্টোরেজ ভরে যাওয়া। নিয়মিত অপ্রয়োজনীয় ফাইল, ক্যাশ ও ডেটা মুছে মেমোরি ফাঁকা রাখুন।

৫. এক ফোনে অতিরিক্ত কাজ না করাই ভালো। যারা বেশি গেম খেলেন বা ভারী অ্যাপ ব্যবহার করেন, তাদের জন্য আলাদা ফোন ব্যবহার করা সুবিধাজনক হতে পারে।

৬. একসঙ্গে অনেক অ্যাপ খোলা রাখবেন না। একটি অ্যাপে কাজ শেষ হলে সেটি বন্ধ করুন। তারপর অন্য অ্যাপ খুলুন। এতে ফোনের ওপর চাপ কমে।

৭. অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও ডিলিট করুন। ফোনে বেশি ছবি, ভিডিও, গেম বা সিনেমা থাকলে সেটি ধীর হয়ে যায়। প্রয়োজন ছাড়া বেশি কিছু জমিয়ে না রাখাই ভালো।

Advertisement

৮. সমস্যায় পড়লে রিস্টার্ট দিন। স্ক্রিন কালো বা সাদা হয়ে গেলে কিংবা ফোন খুব ধীর হয়ে গেলে একবার ফোন রিস্টার্ট করে দেখুন। অনেক সময় এতেই সমস্যার সমাধান হয়ে যায়।

আরও পড়ুনচোখের পলকে ফোনের চার্জ শেষ হচ্ছে, সমাধান করুন নিজেই

ব্যবহারকারীর শরীরের তাপমাত্রার সঙ্গে বদলাবে ফোনের রং 

কেএসকে