প্রশ্ন: বিয়ের আগে পাত্রী দেখার বিধান কী? বিয়ের আগে হবু বর-কনের উপহার বিনিময় করা কি জায়েজ?
Advertisement
উত্তর: কোনো পুরুষ যদি কোনো নারীকে বিয়ে করার ইচ্ছা করে, তাহলে ওই পুরুষের জন্য ওই নারীকে দেখে নেওয়া জায়েজ এবং সুন্নতও বটে। কনেও চাইলে বরকে দেখে নিতে পারে।
নবীজি (সা.) তার সাহাবিদের উৎসাহ দিতেন বিয়ের আগে কনেকে দেখে নিতে। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল রাসুল (সা.) বলেন, আপনাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেবেন, তখন সম্ভব হলে তার এমন কিছু বৈশিষ্ট্য দেখে নেবেন, যা আপনাকে বিয়েতে আগ্রহী করে তোলে। (সুনানে আবু দাউদ: ২০৮২)
মুগিরা বিন শোবা (রা.) বলেন, আমি এক নারীকে বিয়ের প্রস্তাব দিলাম। এটা শুনে রাসুলুল্লাহ (সা.) আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি তাকে দেখেছেন? আমি বললাম, না, দেখিনি। তখন তিনি বললেন, তাকে দেখে নিন। আপনার এই দেখা আপনাদের দাম্পত্য জীবনে প্রণয়-ভালোবাসা গভীর হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। (সুনানে তিরমিজি: ১০৮৭)
Advertisement
বিয়ের আগে হবু বর-কনের দেখা হলে তাদের জন্য একে অন্যের সঙ্গে কথা বলা জায়েজ, একে অন্যকে স্পর্শ করা নাজায়েজ। তাই দেখা হলে পাত্র-পাত্রীর হাত মেলানো জায়েজ নয়।
আমাদের দেশে বিয়ের পাত্রী দেখে টাকা বা অন্য কিছু উপহার দেওয়ার প্রচলন আছে—এটা জায়েজ। হবু বর-কনের উপহার বিনিময় করাও জায়েজ।
ওএফএফ
Advertisement