তথ্যপ্রযুক্তি

অশ্লীল ছবি বানানো রুখতে গ্রকের ওপর কড়া নিষেধাজ্ঞা এক্সের

 

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স তাদের এআই চ্যাটবট গ্রক ব্যবহারে নতুন কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে। সম্প্রতি মানুষের ছবিকে যৌন আবেদনমূলকভাবে উপস্থাপন করা কিংবা ডিজিটালভাবে ‘কাপড় খুলে দেওয়া’ ধরনের কনটেন্ট তৈরির অভিযোগে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে গ্রকে। বিশেষ করে নারী ও শিশুদের লক্ষ্য করে এমন কনটেন্ট তৈরির অভিযোগে সংস্থাটির ওপর চাপ ক্রমেই বাড়ছিল। এরই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

এক্স জানিয়েছে, যেসব দেশে আইন অনুযায়ী এ ধরনের কনটেন্ট বেআইনি, সেখানে গ্রকে কিংবা এক্স প্ল্যাটফর্মে মানুষের ছবিতে বিকিনি, অন্তর্বাস বা অনুরূপ পোশাক যোগ করা বা পরিবর্তনের সুবিধা জিওব্লক করা হবে। এই বিধিনিষেধ ফ্রি ব্যবহারকারী থেকে শুরু করে পেইড সাবস্ক্রাইবার সবার ক্ষেত্রেই সমানভাবে কার্যকর হবে।

এক্সের সেফটি টিম এক বিবৃতিতে জানায়, প্রযুক্তিগতভাবে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে গ্রক মানুষের রিভেলিং ক্লোথিং-সংবলিত ছবি এডিট করতে না পারে। এই নিয়ম প্ল্যাটফর্মের সব ব্যবহারকারীর জন্য প্রযোজ্য। এমন ঘোষণার সময়ই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ইলন মাস্কের এআই সংস্থা এক্সএআই-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। অভিযোগ উঠেছে, সাম্প্রতিক সময়ে গ্রক সম্মতি ছাড়া যৌন স্পষ্ট কনটেন্ট তৈরি করেছে।

এই ইস্যু শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকেনি। আন্তর্জাতিক পরিসরেও গ্রকের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, গ্রকের তথাকথিত ‘স্পাইসি মোড’ ব্যবহার করে অল্প কিছু টেক্সট নির্দেশনার মাধ্যমেই নারী ও শিশুদের সেক্সুয়ালিস্ট ডিফফেক ছবি তৈরি করা সম্ভব হচ্ছিল।

Advertisement

এর জেরে প্রথম দেশ হিসেবে ইন্দোনেশিয়া গ্রক পুরোপুরি নিষিদ্ধ করে। পরদিন একই সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। ইউরোপেও আইনি চাপ বাড়ছে। যুক্তরাজ্যের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা অফকম দেশটির আইন লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ফ্রান্সের শিশু কমিশনার গ্রকের তৈরি ছবির বিষয়ে আলাদা তদন্ত চালাচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে ভবিষ্যতে আরও কঠোর নিয়ন্ত্রণ আসতে পারে। গ্রকের ওপর আরোপিত নতুন বিধিনিষেধ সেই দিকেই একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। আরও পড়ুনবিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন এক্সেএক্সে আয়ের নতুন নিয়ম আনলেন ইলন মাস্ক

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

কেএসকে

Advertisement