তথ্যপ্রযুক্তি

ব্যবহারকারীর অভ্যাস বুঝে দিনলিপি সাজিয়ে দেবে জেমিনি

কৃত্রিম মেধা বা এআইয়ের দৌড়ে আরও এক ধাপ এগোল গুগল। জেমিনি এআইকে সাধারণ চ্যাটবটের সীমা ছাপিয়ে সত্যিকারের ব্যক্তিগত সহকারী হিসেবে গড়ে তুলতে এবার তারা চালু করল নতুন ফিচার ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’। এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, অভ্যাস ও পছন্দের সঙ্গে মিলিয়ে আরও প্রাসঙ্গিক ও কার্যকর পরিষেবা দিতে পারবে জেমিনি।

Advertisement

গুগল সূত্রে জানা গেছে, জেমিনির এই নতুন সংস্করণে ব্যবহারকারী সরাসরি নিজের জি-মেইল, গুগল ফটোজ, ইউটিউব এবং সার্চ হিস্ট্রির মতো অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। ফলে জেমিনি শুধু প্রশ্নের উত্তর দেওয়াতেই সীমাবদ্ধ থাকবে না, বরং ব্যবহারকারীর দৈনন্দিন জীবনের নানা কাজে সক্রিয় সহকারী হিসেবে ভূমিকা নেবে।

উদাহরণস্বরূপ, গ্যালারিতে থাকা ছবি বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবে এই এআই। আবার ইনবক্সে থাকা হোটেল বুকিং বা বিমানের টিকিট সংক্রান্ত তথ্য দেখে স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ ভ্রমণসূচি বা ইটিনারি তৈরি করে দিতে পারবে মুহূর্তের মধ্যেই। এমনকি ব্যবহারকারীর শরীরচর্চার অভ্যাস, আগের দিনের কাজকর্ম ও রুটিন বিশ্লেষণ করে ব্যক্তিগত স্বাস্থ্য পরিকল্পনাও সাজিয়ে দিতে সক্ষম হবে জেমিনি।

তবে ব্যক্তিগত তথ্যের সঙ্গে এআই-এর এমন গভীর সংযুক্তি নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ রয়েছে অনেকের। সে বিষয়টি মাথায় রেখেই গুগল জানিয়েছে, গোপনীয়তা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এই ফিচারটি ডিফল্ট হিসেবে বন্ধ থাকবে এবং ব্যবহারকারী নিজে সম্মতি দিলেই তা সক্রিয় হবে। কোন অ্যাপ বা তথ্যের অ্যাক্সেস জেমিনি পাবে, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই।

Advertisement

বর্তমানে যুক্তরাষ্ট্রে গুগল এআই প্রো ও আল্ট্রা গ্রাহকদের জন্য এই সুবিধা চালু হয়েছে। খুব শিগগিরই ভারতসহ বিশ্বের অন্যান্য দেশেও এই আপডেট পৌঁছে যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ ফিচারের মাধ্যমে গুগল সরাসরি অ্যাপলের ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর সঙ্গে প্রতিযোগিতায় নামছে। জেমিনি এখন আর শুধুই একটি সার্চ বা প্রশ্নোত্তরের টুল নয়; বরং ব্যবহারকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার দৌড়ে গুগলের বড় বাজি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুনসোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেওএবার ছবি থেকে ভিডিও বানিয়ে দেবে জিমিনি

সূত্র: এনগ্যাজেট

Advertisement

কেএসকে