রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের (আরইউএসসি) ১২তম কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের খালিদ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যাপ্লাইড ম্যাথ বিভাগের ইফতিয়ান আহমেদ।
Advertisement
শনিবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সিল অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে (সিসিডিসি) ‘১১তম আরইউএসসি অ্যানিভার্সারি সেলিব্রেশন, ফেয়ারওয়েল অ্যান্ড চেইন হ্যান্ডওভার সেরিমনি’ শীর্ষক আয়োজনে আনুষ্ঠানিকভাবে ক্লাবের ১২তম আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মো. আবু জুবায়ের, সোহরাব উদ্দিন ও দিগন্ত দে, কোষাধ্যক্ষ সুলায়মান, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হক দিনার, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জামিল দিয়া, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মেহজাবীন সুলতানা অন্তি।
অতিথির বক্তব্যে ক্লাবের উপদেষ্টা ড. আব্দুর রাজ্জাক সরকার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব শুরু থেকেই বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ধারাবাহিক নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে এই ক্লাব আরও পরিণত হচ্ছে। নতুন কমিটি আগের অর্জনকে ভিত্তি করে আরও দায়িত্বশীল কাজ করবে বলে আমি আশাবাদী।
Advertisement
নবনির্বাচিত সভাপতি খালিদ মাহমুদ বলেন, রাবি সায়েন্স ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি বিজ্ঞানচর্চার একটি ফ্ল্যাটফর্ম। আগের কমিটির অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে আমরা আরও পরিকল্পিত, মানসম্মত ও টেকসই কার্যক্রম পরিচালনার চেষ্টা করবো।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠানকালীন সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম, সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য আহসান হাবীব ও আব্দুল লতিফ, সাবেক সহ-সভাপতি ও আজীবন সদস্য আব্দুর রহমান, স্বাগতা বৃতি রায় গুপ্ত, কারিমা খাতুন এবং নাজনিন আরা নিশু, সাবেক সহ-সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্য মো. সায়েম আলম এবং সাবেক কোষাধ্যক্ষ গোলাম রাব্বি। এছাড়াও উপস্থিত ছিলেন ১১তম কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ সৈকত, সহ-সভাপতি তোফায়েল আহমদ তোফা, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন আশিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন।
এর আগে ১১তম কমিটির সভাপতি শেখ সৈকতের নেতৃত্বে ক্লাবটি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করে। এর মধ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন জেলায় সায়েন্স শো ও বিজ্ঞান প্রদর্শনী, টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি, ক্যাম্পাসে বিজ্ঞানভিত্তিক সেমিনার এবং ‘আরইউএসসি সাইকাস্ট’ নামে বিজ্ঞানভিত্তিক পডকাস্ট সিরিজ আয়োজন উল্লেখযোগ্য। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও গবেষণাভিত্তিক চিন্তাভাবনা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখে।
২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ১১ বছর পূর্ণ করে ক্লাবটি বর্তমানে বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান সংগঠনগুলোর মধ্যে একটি সুপরিচিত ও সক্রিয় সংগঠন হিসেবে পরিণত হয়েছে।
Advertisement
মনির হোসেন মাহিন/এমকেআর