লাইফস্টাইল

ব্রণের জেদি দাগ দূর করবেন যেভাবে

 

আবহাওয়ার পরিবর্তনের কারণে মুখে ব্রণ দেখা দেওয়া খুবই সাধারণ সমস্যা। শীতকালে রোদে পুড়ে যাওয়া, ত্বক শুষ্ক হয়ে ছোট ছোট র‍্যাশ তৈরি হওয়া কিংবা অজান্তেই নখ লাগার ফলে মুখে দাগ পড়ে যেতে পারে। বিশেষ করে কোনো অনুষ্ঠান বা বিশেষ দিনে এসব দাগ নিয়ে দুশ্চিন্তা বেড়ে যায়। ব্রণ সেরে যাওয়ার পর তার রেখে যাওয়া কালো দাগ মুখের সৌন্দর্য অনেকটাই ম্লান করে দেয়।

Advertisement

তবে নিয়মিত যত্ন ও কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে এই দাগ ধীরে ধীরে হালকা করা সম্ভব। মনে রাখতে হবে, দাগের ধরন অনুযায়ী যত্নের পদ্ধতিও আলাদা হওয়া জরুরি।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে ব্রণের কঠিন দাগ দূর করবেন-

১. লেবু ও মধুর ব্যবহার লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। এতে থাকা ভিটামিন সি ত্বকের কালো দাগ হালকা করতে সাহায্য করে। এক চামচ লেবুর রসের সঙ্গে আধা চামচ মধু মিশিয়ে দাগের ওপর লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে যাদের ত্বক খুব সংবেদনশীল, তারা লেবুর রস সরাসরি ব্যবহার না করাই ভালো।

Advertisement

২. অ্যালোভেরা জেলে রাতভর যত্নঅ্যালোভেরায় থাকা ‘অ্যালোইন’ উপাদান ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং দাগ হালকা করতে সাহায্য করে। তাজা অ্যালোভেরা জেল রাতে ঘুমানোর আগে মুখে লাগিয়ে হালকা ম্যাসাজ করুন এবং সারারাত রেখে দিন। এটি ত্বকের ক্ষত সারাতেও দারুণ কার্যকর।

৩. চন্দন ও গোলাপ জলচন্দন প্রাচীনকাল থেকেই ত্বকের দাগছোপ দূর করতে ব্যবহৃত হয়ে আসছে। চন্দন গুঁড়োর সঙ্গে সামান্য গোলাপ জল মিশিয়ে একটি ঘন প্যাক তৈরি করুন। এটি ব্রণের দাগ কমানোর পাশাপাশি ত্বকের জ্বালাপোড়া কমিয়ে শীতল ও আরামদায়ক অনুভূতি দেয়।

৪. আলুর রসে দাগ হালকা করার কৌশলআলুর রসে থাকা ক্যাটেকোলেজ নামক এনজাইম পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। একটি আলু কুঁচিয়ে রস বের করে তুলোর সাহায্যে দাগের ওপর লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ডার্ক সার্কেল কমাতেও কার্যকর।

৫. টি-ট্রি অয়েলের অ্যান্টিব্যাকটেরিয়াল যত্নযাদের ত্বক তৈলাক্ত এবং এখনও মাঝেমধ্যে ব্রণ হয়, তাদের জন্য টি-ট্রি অয়েল বেশ উপকারী। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, নতুন ব্রণ হওয়া রোধ করে এবং পুরনো দাগ হালকা করতে সাহায্য করে। ব্যবহারের আগে অবশ্যই ক্যারিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে নিন।

Advertisement

ব্রণের দাগ কমাতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার অত্যন্ত জরুরি। সূর্যের অতিবেগুনি রশ্মি দাগকে আরও গাঢ় করে তোলে। কখনোই হাত দিয়ে ব্রণ খুঁটবেন না বা ফাটাবেন না-এতে স্থায়ী দাগ বা গর্ত তৈরি হতে পারে। পাশাপাশি দিনে অন্তত ৩-৪ লিটার পানি পান করুন। ত্বককে প্রাণবন্ত ও সুস্থ রাখতে পানি পানের বিকল্প নেই। যদি সম্ভব হয়, ডিটক্স ওয়াটার পান করুন এতে আপনার ত্বক ভালো থাকবে। পাশাপাশি ব্রণ বা একনির মতো সমস্যা ও ত্বকের কালো দাগের বিরুদ্ধে লড়াই করবে।

ব্রণের দাগ দূর করা রাতারাতি সম্ভব নয়। তবে ধৈর্য ধরে নিয়মিত যত্ন নিলে ধীরে ধীরে ত্বক হয়ে উঠবে দাগহীন, মসৃণ ও উজ্জ্বল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস আরও পড়ুন:গোসলের আগে যে প্যাক আপনার ত্বককে রাখবে সতেজ ইয়ামি গৌতমের ত্বকের রহস্য 

এসএকেওয়াই/