ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো পক্ষপাতিত্ব করে নির্বাচন কমিশন (ইসি) রায় দেয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
Advertisement
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানির সময় সিইসি এসব কথা বলেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ৯ দিনব্যাপী আপিল শুনানি সমাপ্ত করেছে ইসি। ভোট সুন্দর ও অংশগ্রহণমূলক করতে সবার সহযোগিতা চায় ইসি।
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনার আইন অনুমোদন করায় মনে কষ্ট নিয়ে ঋণখেলাপিদের বৈধতা দিতে হয়েছে।
Advertisement
এমওএস/এমএমকে/জেআইএম