দেশজুড়ে

ল্যাম্পপোস্টের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই বন্ধুর

ময়মনসিংহে ল্যাম্পপোস্টের খুঁটিতে উঠে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের জিলা স্কুল হোস্টেল খেলার মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর মাদরাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে মাছ বিক্রেতা হৃদয় মিয়া (২৫) ও নগরীর আকুয়া এলাকার শাহজান মিয়ার ছেলে রাকিব মিয়া (২৪)।

ময়মনসিংহ কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, জিলা স্কুল হোস্টেল খেলার মাঠে একটি ল্যাম্পপোস্টের খুঁটিতে উঠে ল্যাম্পপোস্ট কেটে নিতে চেষ্টা করে রাকিব। এসময় পিডিবির তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হলে রাকিবের শরীর ঝলসে যায়। বিষয়টি হৃদয় দেখতে পেয়ে তাকে বাঁচাতে চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই রাকিব মারা যায়। স্থানীয়রা হৃদয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এমএন/জেআইএম