লাইফস্টাইল

ব্রেকআপের আগেই সঙ্গী খুঁজে রাখেন, চিটিংয়ের নতুন ট্রেন্ড

অনেকের ব্রেকআপ হওয়ার পর খুব দ্রুতই তারা নতুন প্রেমের সম্পর্ক শুরু করেন। নতুন সঙ্গীর সঙ্গে এমনভাবে মিশে যান, যেন বহু বছরের সম্পর্ক চলছে। দেখলেই অবাক হওয়া স্বাভাবিক।

Advertisement

কীভাবে এত দ্রুত কেউ সব ভুলে যেতে পারে? কিন্তু সত্যিই অবাক হওয়ার বিষয় হলো, পুরোনো সম্পর্ক শেষ হওয়ার আগেই তিনি নতুন পার্টনার খুঁজে রেখেছিলেন। ব্রেকআপের মুহূর্তে শুধু অপেক্ষা করেছিলেন, আর মুহূর্তের মধ্যে পুরোনো সম্পর্ক শেষ হতেই নতুন সম্পর্কের বীজ বোনা শুরু হয়ে গেছে।

এই আচরণকে সাধারণভাবে বলা হয় ‘চিটিং’। নতুন ডেটিং ট্রেন্ড, যা পরিচিত ‘মাঙ্কি ব্রাঞ্চিং’ নামে। এক সঙ্গী থাকাকালীন অন্য কাউকে খুঁজে নেওয়া এবং সম্পর্ক শেষ হওয়ার আগেই নতুন সম্পর্ক শুরু করা-এই হলো মাঙ্কি ব্রাঞ্চিং-এর টক্সিক ধারণা।

মূলত এটি এমন একটি ডেটিং স্টাইল, যেখানে কেউ এক সম্পর্কের মধ্যেই নতুন কাউকে খুঁজে নেয়। এই ধরনের মানুষের রিলেশনশিপ স্ট্যাটাস প্রায়ই অপরিবর্তিত থাকে, কারণ তারা ব্রেকআপ হওয়ার আগেই নতুন প্রেম ঠিক করে রাখে। এই ডেটিং স্টাইল কেবল সম্পর্ক ভাঙার কারণই নয়, বরং মানসিক ও আবেগগতভাবে যুক্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত টক্সিক। কেন এমন নাম এই ডেটিং স্টাইলের নামটি এসেছে বানরের আচরণের সঙ্গে তুলনা করে। বানর যেমন এক গাছ থেকে অন্য গাছে লাফানোর আগে নতুন ডাল হাতে ধরে রাখে। নতুন ডালে হাত দেওয়ার পরে পুরোনো ডাল ছাড়ে সে। এই বিষয়টির সঙ্গে সাদৃশ্য রেখেই ডেটিং স্টাইলটির নাম হয়েছে মাঙ্কি ব্রাঞ্চিং-এক ডাল থেকে অন্য ডালে লাফানো।এই ধারা অনুযায়ী কেউ পুরোনো সম্পর্ক ছাড়ার আগেই নতুন সম্পর্কের মধ্যে প্রবেশ করে। মাঙ্কি ব্রাঞ্চিং-এর মানুষ সাধারণত একা থাকতে ভয় পান। তাই সম্পর্ক ভাঙার আগেই তারা নতুন সঙ্গী খুঁজে নেওয়ার চেষ্টা করেন।

Advertisement

মাঙ্কি ব্রাঞ্চিং কেন টক্সিক? প্রথমেই বলা যায়, সম্পর্কের মধ্যে থাকাকালীন নতুন পার্টনার খুঁজে নেওয়া সম্পূর্ণভাবে সঙ্গীকে প্রতারণা করা। পুরোনো সম্পর্ক শেষ না হতেই নতুন সম্পর্ক শুরু করা মানে মিথ্যা বলা এবং বিশ্বাস ভঙ্গ করা। যারা এমন আচরণ করে, তারা সাধারণত একা থাকতে ভয় পান। সম্পর্ক ভাঙার সূচনার আগেই তারা নতুন সঙ্গী খুঁজতে শুরু করেন।

রিলেশনশিপ বিশেষজ্ঞরা জানান,মাঙ্কি ব্রাঞ্চিং শুধুই টক্সিক নয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে। এমন মানুষদের সঙ্গে থাকা মানে ক্রমাগত অবিশ্বাস এবং চাপের মধ্যে থাকা। কোথাও স্থায়ী সম্পর্ক গড়ে ওঠে না।

এক কথায়, এটি চিটিং বা প্রতারণার সমতুল্য। তাই যদি এমন কোনো আচরণ চোখে পড়ে, সেটা রেড ফ্ল্যাগ হিসেবে নেওয়া উচিত। নিজের মানসিক শান্তি এবং সম্পর্কের স্বাভাবিকতা বজায় রাখতে, এই ধরনের মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখা সব সময়ই নিরাপদ।

সূত্র: ভেরিওয়েল মাইন্ড, টাইমস অব ইন্ডিয়া

Advertisement

আরও পড়ুন:কিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না কীভাবে একজন ভালো সঙ্গী হয়ে উঠবেন 

এসএকেওয়াই/